ভারত ও পাকিস্তান পাশাপাশি দুটি রাষ্ট্র। দুটিই শক্তিশালী এবং পারমাণবিক শক্তির অধিকারী। সীমান্তে দুই পক্ষের গুলি বর্ষণের কারণে উভয়ের মধ্যে বিরোধ লেগে থাকে। কিন্তু তারা সচরাচর। যুদ্ধের পর্যায়ে পৌছায় না। ফলে দুই পক্ষের মধ্য বৈরীতা। বিরাজ করে।
স্নায়ুযুদ্ধের সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এখানে দুটি পরাশক্তি ছিল। একটি মার্কিন যুক্তরাষ্ট্র অন্যটি সোভিয়েত ইউনিয়ন। দুই পরাশক্তিই নিজেদের আধিপত্য বিস্তারের জন্য NATO ও Warsaw Pact গঠন করে। এটি ছিল স্নায়ুযুদ্ধের সময় বা স্নায়ুযুদ্ধ। একটা সময়ে এ স্নায়ুযুদ্ধের প্রভাব কিছুটা স্তিমিত হলেও সত্তরের দশকের শেষ দিকে আবার বৃদ্ধি পায়। এ সময়ের ঘটনাবলির মধ্য রয়েছে- ১. অস্ত্রের প্রতিযোগিতা, ২. মার্কিন হস্তক্ষেপ, ৩. ইউরোপে ক্ষেপণাস্ত্র স্থাপন, ৪. কম্পুচিয়া ও ভিয়েতনাম বিরোধ ৫. চীন-ভিয়েতনাম সংঘর্ষ ইত্যাদি বিরোধগুলো চলতে থাকে। অতঃপর ১৯৬২ সালে রাশিয়া ও আমেরিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করে ১৯৮৫ সালে রিগ্যান ও গর্ভাচেড়-এর বৈঠক হয়। ১৯৮৭ সালে আই এন এফ চুক্তি স্বাক্ষরিত হয় এবং সর্বশেষ ১৯৮৮ সালে মস্কো শীর্ষ সম্মেলনের ফলে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয় এবং বিশ্বে শান্তির বাতাস প্রবাহিত হতে থাকে। এটি শান্তিপূর্ণ সহাবস্থান নীতি।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?