৬ষ্ঠ শ্রেণির কনক যথাসময়ে ক্লাসে আসে। ক্লাস শুরু হলে কনক প্রথম সারিতে বসে ক্লাস করছে। কিছুক্ষণ পর সাহিদা ক্লাসে ঢুকে দেখে প্রথম সারির বেঞ্চে জায়গা নেই। তখন সে কনকের ব্যাগটি দ্বিতীয় সারির বেঞ্চে রেখে কনককে যেতে বলে। কনক প্রথমে অসন্তুষ্ট হলেও শ্রেণিতে সমস্যা সৃষ্টি হবে ভেবে দ্বিতীয় সারিতে চলে যায়। শ্রেণিশিক্ষক বিষয়টি লক্ষ করেন এবং বলেন, প্রত্যেকের পড়ালেখার সাথে সাথে উন্নত মানবীয় গুণাবলির অধিকারী হওয়া উচিত।
উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের বক্তব্য হলো লেখাপড়ার সাথে সাথে প্রত্যেকের উন্নত মানবীয় গুণাবলির অধিকারী হওয়া উচিত। মানুষ হিসেবে যে আচরণগুলো আমরা সবাই একে অপরের কাছে আশা করি, তাই মানবীয় আচরণ বা গুণাবলি। যেমন- সহযোগিতা, সহমর্মিতা, নম্রতা, ভদ্রতা, বিনয় ইত্যাদি। কিন্তু সাহিদা মানবীয়। গুণাবলির বহির্ভূত ব্যবহার করেছে। তার ব্যবহারটি কারও কাম্য নয়। পরিশেষে বলা যায়, মানবীয় গুণাবলি মানুষের চরিত্রকে উন্নত করে তোলে।
আপনি কি ষষ্ঠ শ্রেণির গার্হস্থ্যবিজ্ঞান বইয়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, বা PDF খুঁজছেন?
SATT Academy–তে পাবেন অধ্যায়ভিত্তিক গাইড, ভিডিও টিউটোরিয়াল, প্রশ্নব্যাংক এবং PDF ডাউনলোড সুবিধা — এক জায়গায়!
🔗 গার্হস্থ্যবিজ্ঞান – ষষ্ঠ শ্রেণি PDF (২০২৫)
(সরকারি ওয়েবসাইট থেকে পড়া ও ডাউনলোড করার জন্য)
SATT Academy–এর মাধ্যমে গার্হস্থ্যবিজ্ঞান সহজ ভাষায় ও আধুনিক পদ্ধতিতে শিখুন।
পরিবার ও সমাজে সুস্থ, সুন্দর জীবন গড়ার জন্য আজই শুরু করুন!
🎓 SATT Academy – গার্হস্থ্যজ্ঞান ও দক্ষতায় আপনার বিশ্বস্ত সহায়ক।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?