রানার শিক্ষক পরিমাপ সম্পর্কে পড়াতে গিয়ে রানাকে আয়তন সম্পর্কে কিছু কথা বললেন। পড়ার টেবিলের ক্ষেত্রফল কিভাবে বের করবে তা করে দেখালেন। ।। তিনি তিনি রানাকে একটি পাথর দিয়ে তার আয়তন বের করতে বললেন।
শ্রেণিকক্ষে আলোচিত বিষয়টি হলো পরিমাপ যা সঠিক পরিমাণ নির্ণয়ে খুবই প্রয়োজনীয়।
বিশ্লেষণ: আমরা দৈনন্দিন জীবনে জানা-অজানা নানাবিধ বস্তুকে অনেক সময় আন্দাজ করে পরিমাপ করে থাকি। যেমন- টেবিলের দৈর্ঘ্য, স্কুলে রওনা দেওয়ার সময় ইত্যাদি। কিন্তু বাস্তব জীবনে এমন কিছু জিনিস আছে যা আন্দাজ করে পরিমাপ করা যায় না। যেমন-স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কে কোন গ্রুপে খেলবে বা টেলিভিশনে কখন সংবাদের শিরোনাম শুনতে হবে ইত্যাদি। এসব ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা বা সময়ের পরিমাপ একান্ত দরকার। আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল না-ও আসতে পারে। সুতরাং সঠিক পরিমাণ নির্ণয়ে পরিমাপ খুবই প্রয়োজনীয়। এভাবে দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন- বাজার থেকে চাল কিংবা ডাল কিনতে; জামা-কাপড় তৈরি করতে কিংবা সময়মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণিকক্ষে কয় জোড়া টেবিল-বেয় রাখা যাবে; বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টি ঘর তৈরি করা যাবে, এমনকি কোন কক্ষের আকৃতি কী রকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণমতো বিভিন্ন প্রকার মসলা ব্যবহার করা খুবই জরুরি। জীবন বাঁচানোর যে ঔষধ তাও তৈরি করতে হয় পরিমাণমতো এবং খেতেও হয় পরিমাণমতো। এক কথায়, দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজন।
আপনি কি ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বই (২০২৫) এর সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, অথবা PDF খুঁজছেন?
SATT Academy–তে পাচ্ছেন অধ্যায়ভিত্তিক গাইড, MCQ, ব্যাখ্যা, ভিডিও ক্লাস ও Live Test — এক জায়গায়!
🔗 বিজ্ঞান – ষষ্ঠ শ্রেণি PDF (২০২৫)
(সরকারি ওয়েবসাইট থেকে পড়া ও ডাউনলোড করার জন্য লিংক)
SATT Academy–এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বইটি সহজ ভাষায়, আধুনিক কনটেন্ট ও ইন্টার্যাক্টিভ পদ্ধতিতে শিখুন — পড়া হোক মজার ও ফলপ্রসূ!
🎓 SATT Academy – আপনার প্রযুক্তিনির্ভর পাঠসাথী।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?