সাজিব ও সাজিদ ঘনিষ্ঠ বন্ধু। সাজিব প্রায়ই ফজরের সালাত সূর্যোদয়ের পর এবং আসরের সালাত সূর্যাস্তের সময় আদায় করে। সাজিদ এলাকার যুবকদের সত্য কথা বলা ও নিয়মিত সালাত আদায় করার জন্য আহ্বান জানালে কতিপয় যুবক তার কথা শুনে কটূক্তি করে। যুবকদের অত্যাচার অসহনীয় পর্যায়ে পৌঁছলে সে শিক্ষকের শরণাপন্ন হয়। শিক্ষক কুরআনের - নিম্নোক্ত আয়াতটি পড়ে শোনান - إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
সাজিদ এলাকার যুবকদের সত্য কথা বলতে ও নিয়মিত সালাত আদায় করতে আহ্বান জানালে কতিপয় যুবক তাকে কটূক্তি করে এবং নানাভাবে অত্যাচার করে। চরম অত্যাচারের এক পর্যায়ে সাজিদ তার শিক্ষককে বিষয়টি জানালে তিনি তাকে সূরা ইনশিরাহ্-এর একটি আয়াত পড়ে শোনান। যার অর্থ হলো- 'নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।' অর্থাৎ কষ্টের পরই সুখ ও শান্তি আসবে। তাই কষ্টের সময় ধৈর্যধারণ করতে হবে এবং আল্লাহর ওপর ভরসা করে তাঁর সাহায্য চাইতে হবে।
আমরা সূরা আল্-ইনশিরাহ-এর মাধ্যমে এমনটি শিক্ষা পাই। আমাদের প্রিয়নবি মুহাম্মদ (স.) ও দীনের দাওয়াত দিতে গিয়ে মক্কার ও তায়েফের কাফির ও মুশরিকদের দ্বারা নানাভাবে অত্যাচারিত হয়েছিলেন। মক্কার কাফিররা তাঁকে শারীরিকভাবে নিগৃহীত করেছিল। কবি, পাগল, যাদুকর ইত্যাদি অভিধায় ডেকে তাঁকে মানসিক নির্যাতন করেছিল। সর্বোপরি তারা 'শিয়াবে আবু তালেব' এ অবরোধ করে মানবতার প্রতি চরম নিষ্ঠুরতা প্রদর্শন করতেও কুণ্ঠিত হয়নি। তায়েফে কাফিররা তাঁকে জখম করে রক্তাক্ত করেছিল।
এতসব নির্যাতনের পরও রাসুল (স.) দীনের দাওয়াত দিতেছিলেন কুণ্ঠাহীন ও নির্ভীক। এমনি কঠিন মুহূর্তে আল্লাহ তায়ালা সূরা আল ইনশিরাহ নাজিল করে রাসুলকে সান্ত্বনা প্রদান করেন এবং অচিরেই, ইসলামের বিজয় হবে মর্মে ইঙ্গিত প্রদান করেন।
তাই সাজিদের জন্য সান্ত্বনা ও সুসংবাদ হলো নির্যাতন পর্বের পরেই বিজয় আসে। সেজন্য ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আপনি কি খুঁজছেন “ইসলাম ও নৈতিক শিক্ষা নবম-দশম শ্রেণি PDF”, সহজ ব্যাখ্যা, অথবা MCQ ও CQ প্রশ্ন–উত্তর?
তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম – এখানে রয়েছে অধ্যায়ভিত্তিক সহজ কনটেন্ট, লাইভ টেস্ট, ভিডিও ব্যাখ্যা, ও PDF ডাউনলোড সুবিধা — একদম বিনামূল্যে!
🔗 ইসলাম ও নৈতিক শিক্ষা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(এই লিংকে ক্লিক করে বইটি অনলাইনে পড়া ও ডাউনলোড করা যাবে)
✔️ ১০০% ফ্রি ও ব্যবহারবান্ধব ওয়েবপ্ল্যাটফর্ম
✔️ NCTB বই অনুযায়ী সাজানো নির্ভুল কনটেন্ট
✔️ Live Test, ভিডিও, অডিও, ছবি ও টেস্ট ফিচার
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ডিজাইন
✔️ কমিউনিটি অংশগ্রহণ ও নিয়মিত আপডেট
SATT Academy–এর মাধ্যমে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ভিডিও ব্যাখ্যা ও PDF সহ ইসলাম ও নৈতিক শিক্ষা–এর প্রিপারেশন নিন একদম নতুনভাবে — বিনামূল্যে, সবার জন্য।
🕌 SATT Academy – ইসলামী শিক্ষা হোক সহজ, আকর্ষণীয় ও আধুনিক।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?