রনিদের বাড়িতে ৫টি ১২০ ওয়াট সাধারণ বাল্ব ও ৫টি ৮০ ওয়াটের ফ্যান দৈনিক ১৫ ঘন্টা করে চলে। এতে করে জুলাই মাসের বিল বেশি হওয়াতে রনির ভাই বাজার থেকে ৩০ ওয়াটের এনার্জি সেভিং বাল্ব নিয়ে আসলেন এবং ব্যবহার করতে লাগলেন।
উদ্দীপক হতে দেখা যায় যে, রানিদের বাড়িতে বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য এনার্জি সেভিং বাল্ব লাগানো হয়। তাদের পদক্ষেপের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো-
একটি এনার্জি সেভিং বাল্ব প্রথমে কিনতে খরচ বেশি পড়লেও এটি সাধারণ বাল্বের চেয়ে অনেক বেশি দিন টিকে। পাশাপাশি এই বান্ধ ব্যবহারে অনেক কম তড়িৎ বিল আসবে। ফলে খরচ সাশ্রয় হবে। এনার্জি সেভিং বাল্ব চালনা করতে কম শক্তির প্রয়োজন। এক পরিসংখ্যানে দেখা গেছে প্রতি পরিবার যদি একটি সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে তবে যে পরিমাণ শক্তি বাঁচে তা দিয়ে প্রতি বছরে ৩০ লক্ষ পরিবারে তড়িৎ সংযোগ দেয়া সম্ভব। এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে শক্তির অপচয় কমাতে পারলে, জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের নির্ভরতা কমানো যাবে। কারণ, জীবাশ্ম জ্বালানি দিয়ে তড়িৎ উৎপাদনের ফলে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ে। এনার্জি সেভিং বাল্ব সাধারণ বাল্বের চেয়ে বেশি দিন টিকে। ফলে কম সংখ্যক বান্ধ পরিত্যক্ত হয়। এদের ময়লা আবর্জনা ব্যবস্থাপনায়ও সুবিধা হয়।
সুতরাং উপরোক্ত সুবিধাগুলোর আলোকে বলা যায়, সাধারণ বাল্বের চেয়ে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার বিদ্যুৎ বিল সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আপনি কি খুঁজছেন “বিজ্ঞান নবম-দশম শ্রেণির বইয়ের PDF” বা Class 9-10 Science বইয়ের সহজ ব্যাখ্যা ও প্রশ্ন উত্তর?
তাহলে SATT Academy-তে আপনাকে আন্তরিক স্বাগতম!
এখানে আপনি পাবেন NCTB অনুমোদিত বইয়ের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও নির্ভুল উত্তর, সহজ ভাষায় ব্যাখ্যা, লাইভ টেস্ট, ভিডিও লেকচার, এবং বইয়ের PDF ডাউনলোড সুবিধা — সম্পূর্ণ বিনামূল্যে!
🔗 বিজ্ঞান নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে পুরো বইটি অনলাইনে পড়তে বা ডাউনলোড করতে পারবেন)
SATT Academy–এর মাধ্যমে সহজে পড়াশোনা করুন, ভিডিও দেখুন, লাইভ টেস্ট দিন এবং PDF ডাউনলোড করে রিভিশন করুন।
বিজ্ঞান শিখুন মজাদার ও ফলপ্রসূ উপায়ে!
🔬 SATT Academy – আপনার আধুনিক ও সহজ শিক্ষার সঙ্গী।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?