Academy

সিমা ও রীমা দুই বান্ধবী। রীমা ব্লক প্রিন্টের জামা পরতে খুবই পছন্দ করে। সিমা ব্লক তৈরিতে অত্যন্ত দক্ষ। অবসরে রীমা সিমার কাছ থেকে ব্লক তৈরির পদ্ধতি শিখে নেয়। সেই সাথে সিমা প্রুসিয়ান পেস্ট তৈরির জন্য উপকরণ ও তার শতকরা হিসাব বুঝিয়ে দেয় এবং রঙের প্রণালী অনুযায়ী প্রুসিয়ান পেস্ট করে কাপড়ের ব্লক প্রিন্ট করে দেখায়।

সিমার কাছ থেকে রীমার শেখা পদ্ধতিটি ব্যাখ্যা করো। (প্রয়োগ)

Created: 1 year ago | Updated: 5 months ago
Updated: 5 months ago
Ans :

সিমার কাছ থেকে রীমার শেখা পদ্ধতিটি হলো ব্লক তৈরি। বস্ত্রশিল্পে প্রিন্টিং বা ছাপা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বস্ত্রকে আকর্ষণীয় করার একটি অন্যতম মাধ্যম হলো ব্লক। এর মাধ্যমে পরিধেয় কাপড়, বিছানার চাদর, টেবিল ক্লথ ইত্যাদি প্রিন্ট করা যায়।

সিমা ব্লক তৈরিতে অত্যন্ত দক্ষ। সে রীমাকে অবসর সময়ে ব্লক তৈরির পদ্ধতি শিখিয়ে দেয়। ব্লক তৈরির জন্য সিমা রীমাকে ২-৪ ইঞ্চি পুরুত্ব বিশিষ্ট কাঠের ব্লকগুলো নির্বাচন করতে বলে। ব্লকের আকৃতি ডিজাইনের ওপর নির্ভর করলেও লম্বায় ১২-১৬ ইঞ্চির বেশি না নেওয়ার পরামর্শ দেয়। ব্লক তৈরির জন্য কাঠ নির্বাচনের ক্ষেত্রে বাবলা, গাব, লিনালিয়াম ইত্যাদি কাঠকে বেছে নিতে বলে। তবে তাৎক্ষণিক কাজের জন্য ঢেঁড়শ, আলু ইত্যাদি ব্লক প্রিন্টে ব্যবহার করা যায়। ব্লক তৈরি জন্য 'ডিজাইনের যে অংশ কাপড়ের ওপর ফুটিয়ে তুলতে হবে সে অংশ ব্লকের ওপর উঁচু করে রেখে বাকি অংশ গভীরভাবে কেটে তুলে ফেলতে হবে। এর ফলে কালার ট্রেতে যখন ব্লক ডুবিয়ে কাপড়ে ছাপ দেওয়া হবে তখন কেবল ডিজাইনযুক্ত অংশেরই রং কাপড়ে ফুটে উঠবে। এভাবে সিমা রীমাকে ব্লক তৈরির পদ্ধতিটি শিখিয়ে দিল।

1 year ago

গার্হস্থ্য বিজ্ঞান

🏠 গার্হস্থ্য বিজ্ঞান – নবম-দশম শ্রেণি | এসএসসি | NCTB অনুমোদিত ২০২৫

আপনি কি খুঁজছেন “গার্হস্থ্য বিজ্ঞান নবম-দশম শ্রেণি PDF” অথবা বোর্ড ভিত্তিক Home Science question–answer?

তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন — SATT Academy–তে!

এখানে আপনি পাবেন:

  • NCTB অনুমোদিত পাঠ্যবই অনুযায়ী সাজানো অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর
  • সহজ ভাষায় ব্যাখ্যা ও উদাহরণ
  • লাইভ টেস্ট, ভিডিও পাঠ, এবং ছবি সহকারে কনটেন্ট
  • PDF ও ছবি ডাউনলোড সুবিধা

এবং সবকিছুই একদম বিনামূল্যে!


✅ এখানে যা পাবেন:

  • প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন
  • সহজ ও জীবনের সাথে সম্পর্কিত ব্যাখ্যা – যেমন “পরিবারিক বাজেট কীভাবে তৈরি হয়?”
  • লাইভ কুইজ ও টেস্ট ফিচার
  • ইউটিউব ভিডিও ব্যাখ্যা
  • ছবি ও চার্টসহ ব্যাখ্যা
  • PDF/ছবি ডাউনলোড সুবিধা
  • কমিউনিটি-সম্পাদিত নির্ভুল কনটেন্ট

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 গার্হস্থ্য বিজ্ঞান – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি বই অনলাইনে পড়া বা ডাউনলোড করতে এই লিংকটি ব্যবহার করুন)


👨‍👩‍👧‍👦 কারা উপকৃত হবেন?

  • শিক্ষার্থীরা: বোর্ড পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক প্রস্তুতির মাধ্যমে
  • শিক্ষকরা: সাজানো ক্লাস কনটেন্ট ও রিভিশনের জন্য
  • অভিভাবকরা: সন্তানের পড়াশোনায় সহায়ক হিসেবে
  • প্রাইভেট টিউটররা: প্রস্তুত প্রশ্ন-উত্তর ও ব্যাখ্যাগুলো ব্যবহার করতে পারবেন

⚙️ কীভাবে ব্যবহার করবেন?

  1. অধ্যায় সিলেক্ট করে পড়া শুরু করুন
  2. প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা পড়ুন
  3. লাইভ টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন
  4. দরকার হলে PDF বা ছবি ডাউনলোড করুন
  5. নিজেও ব্যাখ্যা যোগ করুন – শেখান ও শিখুন

✨ কেন SATT Academy সেরা?

✔️ ১০০% ফ্রি, ক্লাস বা পেইড বাধা নেই
✔️ NCTB অনুসারে সাজানো পাঠ
✔️ ভিডিও, কুইজ, ইমেজ, লাইভ টেস্ট – একসাথে সব
✔️ কমিউনিটি যাচাইকৃত ও আপডেটেড কনটেন্ট
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ডিজাইন


🔍 সার্চ–সহায়ক কীওয়ার্ড:

গার্হস্থ্য বিজ্ঞান নবম-দশম শ্রেণি  
Home Science SSC Class 9 10 PDF  
Garhostho Biggan Class 9 10  
NCTB Home Economics Book SSC  
SATT Academy Home Science PDF  
গার্হস্থ্য বিজ্ঞান প্রশ্ন উত্তর  
SSC গার্হস্থ্য বিজ্ঞান অনুশীলন  

🚀 এখনই শুরু করুন!

SATT Academy–এর মাধ্যমে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ভিডিও, ব্যাখ্যা ও PDF সহ গার্হস্থ্য বিজ্ঞান পড়ুন — সহজ, আনন্দদায়ক ও সৃজনশীল উপায়ে।

📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য আধুনিক ও সহজ শিক্ষার সঙ্গী।

Content added By

Related Question

View More

কারখানায় প্রস্তুতকৃত বস্তুকে গ্রে ফেব্রিক বলে।

বস্ত্র রং করা ও ছাপার মধ্যে মূলগত কিছু পার্থক্য বিদ্যমান। রং করা পদ্ধতিতে সম্পূর্ণ বস্তুটিকে ধারাবাহিকভাবে একই বর্ণে ও গাঢ়ত্বে সমভাবে রঞ্জিত করে তোলা হয়। পক্ষান্তরে ছাপা পদ্ধতিতে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমারোহ ঘটিয়ে বস্তুটিকে নকশানুযায়ী ফুটিয়ে তোলা হয়। রংকরণের ক্ষেত্রে কম ঘনত্বের, আর ছাপার ক্ষেত্রে বেশি ঘনত্বের রং ব্যবহার করা হয়।

তরুর কাপড়গুলো অবিক্রিত অবস্থায় পড়ে থাকার কারণ হলো সঠিক পদ্ধতিতে ব্লক না করা। 

তরু প্রুসিয়ান রং দিয়ে কাপড়ে ব্লক প্রিন্ট করে। এ পদ্ধতিতে রং ভালোভাবে ব্লকে লাগিয়ে কাপড়ের উপর ছাপ দিলেই ছাপা হয়ে যায়। রঙের প্রস্তুত প্রণালি জানা থাকলে নিজের পছন্দমতো রং তৈরি করে ছাপ দেয়া যায়। তবে প্রিন্ট করার পর প্রুসিয়ান রঙের ক্ষেত্রে কাপড় স্টিম ও ধোলাই করতে হয়। স্টিমিং এর জন্য একটি হাঁড়িতে পানি ফুটাতে হয়। এরপর চট দিয়ে কাপড়টি ঢেকে হাঁড়ির উপর একটি চালনি বসিয়ে তার উপর কাপড়টি রেখে ঢাকনা দিয়ে ঢেকে স্টিমিং করা হয়। 

তরু এ সকল পর্যায়গুলো অতিক্রম না করে শুধু রং করেই তার দোকানে কাপড়গুলো নিয়ে যাওয়ায় এগুলো অবিক্রিত অবস্থায় পড়ে থাকে।

কাপড় ব্যবসায়ী তরু সচেতনতার অভাবে ব্যবসায় সাফল্য অর্জন করতে পারছে না। তাই তাকে আরও বেশি সচেতন হতে হবে। তরু কাপড়ের ব্যবসা করলেও কোন কাপড় কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে সে সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন না। ব্যবসায় সফলতার জন্য প্রয়োজন এ সম্পর্কে সঠিক জ্ঞান।

তরু প্রুসিয়ান রং দিয়ে ব্লক করা কাপড়গুলো স্টিম ও ধোলাই না করে সরাসরি দোকানে নিয়ে আসে। ফলে তার কাপড়গুলো অবিক্রিত অবস্থায় দোকানেই রয়ে যায়। তিনি যদি এ বিষয়ে সচেতন থাকতেন তবে কাপড়ে রং করার পর সেগুলো হাঁড়িতে পানি গরম করে চট দিয়ে ঢেকে হাঁড়ির উপর একটি চালনি বসিয়ে কাপড়টি ঢাকনা দিয়ে ঢেকে স্টিমিং করতেন। তাহলে তার রং করা কাপড়গুলো ঠিক থাকত এবং দোকানে অবিক্রিত অবস্থায় পড়ে থাকত না। তরু যদি ব্যবসার ক্ষেত্রে আরও একটু সচেতন হয় তবেই সে তার এসকল ভুল সংশোধন করতে এবং ব্যবসায় সফলতা অর্জন করতে পারবে বলে আমি মনে করি। 

তাই বলা যায় ব্যবসায় সাফল্যের জন্য তরুকে আরো সচেতন হতে হবে- মন্তব্যটি যথার্থ।

বস্ত্র রং করা ও ছাপার মধ্যে মূলগত কিছু পার্থক্য বিদ্যমান। রং করা পদ্ধতিতে সম্পূর্ণ বস্তুটিকে ধারাবাহিকভাবে একই বর্ণে ও গাঢ়ত্বে সমভাবে রঞ্জিত করে তোলা হয়। পক্ষান্তরে ছাপা পদ্ধতিতে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমারোহ ঘটিয়ে বস্তুটিকে নকশানুযায়ী ফুটিয়ে তোলা হয়। রংকরণের ক্ষেত্রে কম ঘনত্বের, আর ছাপার ক্ষেত্রে বেশি ঘনত্বের রং ব্যবহার করা হয়।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...