সুমী ও মুক্তা দুই বোন। তারা উভয়ে একাদশ শ্রেণিতে পড়ে। শিক্ষক স্বাধীনতা নিয়ে আলোচনা করছিলেন। সুমী জিজ্ঞাসা করল, স্বাধীনতা আছে বলে মানুষ কি যা খুশি তাই করতে পারে? তা যদি হয়, তাহলে স্বাধীনতা স্বেচ্ছাচারিতায় পরিণত হবে। মুক্তা বলল, সুমীর কথা ঠিক। তবে স্বাধীনতা বলতে খুশিমত কাজ করাকে বোঝায়, যদি তা অন্যের কোনোরূপ স্বাধীনতা খর্ব না করে। শিক্ষক তাদের উভয়ের মতকে সমর্থন করলেন এবং বললেন, মানুষের বিভিন্ন দিকের উন্নয়ন ও বিকাশ স্বাধীনতা দ্বারা সুরক্ষিত হয়।
উদ্দীপকের সুমীর মতে, স্বাধীনতা যাতে স্বেচ্ছাচারিতায় পরিণত না হয় সেজন্য স্বাধীনতার একাধিক রক্ষাকবচ থাকা দরকার।
স্বাধীনতাকে যে বিষয়গুলো রক্ষা করে তাই স্বাধীনতার রক্ষাকবচ। স্বাধীনতার প্রয়োজনীয় রক্ষাকবচের মধ্যে আছে আইন। আইন স্বাধীনতার অন্যতম শর্ত ও সহায়ক শক্তি, একইসাথে স্বাধীনতার প্রধান রক্ষাকবচ। আইনবিহীন সমাজে স্বাধীনতা স্বেচ্ছাচারিতার নামান্তর। এজন্য জন লক বলেছেন- 'যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা থাকতে পারে না'। আবার, গণতন্ত্র স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকায় তা জনস্বার্থে পরিচালিত হবে। এই শাসন ব্যবস্থায় জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। তাছাড়া জনগণ অধিকার সচেতন থাকার ফলে গণতান্ত্রিক পরিবেশ স্বাধীনতা রক্ষার 'অতন্দ্রপ্রহরী' হিসেবে কাজ করে।
গণমাধ্যমের স্বাধীনতাও স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ। সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম জনমত গঠনে সহায়তা করে। এ কারণে গণমাধ্যমের স্বাধীনতা একান্ত প্রয়োজন। সংবাদপত্রে প্রকাশিত প্রবন্ধ, নিবন্ধ, আলোচনা, সম্পাদকীয়, উপসম্পাদকীয় ইত্যাদির মাধ্যমে জনগণের স্বাধীনতা হরণকারী ব্যক্তি ও গোষ্ঠীর দূরভিসন্ধিমূলক কার্যক্রমকে তুলে ধরা হয়। এছাড়াও আইনের অনুশাসন, দায়িত্বশীল শাসনব্যবস্থা, ক্ষমতার স্বতন্ত্রীকরণ, স্বাধীন বিচার বিভাগ, শিক্ষার প্রসার, সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক, সদা সতর্ক জনমত, সৎ ও সুনির্দিষ্ট নেতৃত্ব ইত্যাদি স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং বলা যায়, স্বাধীনতা যাতে স্বেচ্ছাচারিতায় পরিণত না হয় সেজন্য উল্লিখিত রক্ষাকবচগুলো থাকা দরকার।
আপনি কি খুঁজছেন “পৌরনীতি ও নাগরিকতা নবম-দশম শ্রেণি PDF”, অথবা বোর্ড ভিত্তিক প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা?
তাহলে স্বাগতম SATT Academy–তে — যেখানে শেখা হয় সহজে, সঠিকভাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে।
এখানে আপনি পাবেন:
🔗 পৌরনীতি ও নাগরিকতা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি বই অনলাইনে পড়া ও ডাউনলোড করার জন্য এই লিংক ব্যবহার করুন)
✔️ ১০০% ফ্রি ও বিজ্ঞাপনমুক্ত শিক্ষা প্ল্যাটফর্ম
✔️ NCTB বই অনুসারে সাজানো নির্ভুল কনটেন্ট
✔️ ভিডিও, কুইজ, ব্যাখ্যাসহ ইন্টার্যাক্টিভ ফিচার
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ডিজাইন
✔️ কমিউনিটি যাচাইকৃত ও নিয়মিত আপডেটকৃত তথ্য
SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ পৌরনীতি ও নাগরিকতা পড়ুন — বোর্ড পরীক্ষার জন্য নিখুঁত প্রস্তুতির সঙ্গে।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য মুক্ত, আধুনিক ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?