হারুন মিয়ার নার্সারি করার সখ দীর্ঘদিনের। কিন্তু নার্সারি কীভাবে করতে হয় তা তিনি জানেন না। অভিজ্ঞ নার্সারি মালিক আলেক সাহেবের কাছ থেকে এ ব্যাপারে পরামর্শ নেন। আলেক সাহেব তাকে স্থায়ী নার্সারি করার পরামর্শ দেন। তিনি তাকে স্থান নির্বাচন ও নার্সারি তৈরির কৌশল শিখিয়ে দেন। সে থেকে হারুন মিয়া একজন সফল নার্সারি মালিক।
উদ্দীপকে উল্লেখিত হারুন মিয়া স্থায়ী নার্সারি স্থাপনের সিদ্ধান্ত নেন। নিচে হারুন মিয়ার সিদ্ধান্তটি মূল্যায়ন করা হলো:
যেকোনো 'দেশের বনায়ন কর্মসূচি সফল করার জন্য চাই মানসম্মত সুস্থ সবল চারা গাছ। সুস্থ সবল চারা না হলে বনায়ন কার্যক্রম ব্যর্থ হয়ে যেতে পারে। আর সুস্থ সবল ও চারা উৎপাদন করার জন্য দরকার উপযুক্ত নার্সারি। বাংলাদেশে বনায়ন কার্যক্রমের অনেক কর্মসূচি চালু থাকলেও নার্সারির সংখ্যা খুব কম। যেগুলো আছে তার বেশির ভাগই আবার মানসম্মত সুস্থ সবল চারা উৎপাদনে সক্ষম নয়। এতে করে ভালো চারার অভাবে অনেক ক্ষেত্রেই চারাগাছগুলো মারা যায়। এ অবস্থায় বনায়ন কার্যক্রমকে বেগবান করতে হলে মানসম্পন্ন নার্সারির সংখ্যা বাড়াতে হবে। হারুন মিয়া যেহেতু প্রশিক্ষণের মাধ্যমে নার্সারি স্থাপন করেছে, তাই আশা করা যায় তার নার্সারিতে সুস্থ সবল চারা উৎপাদন হবে, যা বনায়ন কার্যক্রমকে সফলতা লাভে সহায়তা করবে। শুধু তাই নয় এ নার্সারিতে অনেকের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।
সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, হারুন মিয়ার সিদ্ধান্তটি একটি ভালো উদ্যোগ
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?