Academy

ওয়াদা পালন করার উপকারিতা কী?

Created: 1 year ago | Updated: 1 year ago

আখলাক

মানুষের স্বভাব ও চরিত্রকে আরবিতে আখলাক বলে । চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়। সুখের হয়। আখিরাতে শান্তি পাওয়া যায়। সুখ পাওয়া যায়। সুন্দর ও ভালো চরিত্রই সচ্চরিত্র। যেমন সত্য কথা বলা। রোগীর সেবা করা। আব্বা-আম্মাকে সম্মান করা। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা।

মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসচ্চরিত্র বলা হয়। চরিত্র অসৎ হলে কেউ তাকে ভালোবাসে না। সকলে ঘৃণা করে। তার সাথে কেউ মেলামেশা করে না। খেলা করে না। আল্লাহ তাকে অপছন্দ করেন। মন্দ স্বভাব ও খারাপ চরিত্র হলো মিথ্যা কথা বলা, লোভ করা, অপচয় করা, পরনিন্দা করা ইত্যাদি।

আমাদের মহানবি (স) ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।”

মহানবি (স) বলেন, “সত্যিকার মুমিন তারাই, যাদের চরিত্র সুন্দর।”

নিচে সচ্চরিত্র এবং অসচ্চরিত্রের একটি তালিকা দেওয়া হলো :

 সচ্চরিত্রের তালিকা অসচ্চরিত্রের তালিকা

আব্বা-আম্মার সাথে ভালো

ব্যবহার করা

আব্বা-আম্মার সাথে খারাপ 

ব্যবহার করা

শিক্ষককে সম্মান করালোভ করা
 বড়দের সম্মান করাঅপচয় করা
ছোটদের স্নেহ করাপরনিন্দা করা
সত্য কথা বলা ও ওয়াদা পূরণ করাঅহংকার করা
সালাত আদায় করাসালাত আদায় না করা 

আমরা চরিত্র সুন্দর করব। সকলে আমাদের ভালোবাসবে। আল্লাহ আমাদের উপর খুশি হবেন। দুনিয়াতে আমরা শান্তি পাব । পরকালে পাব জান্নাত।

আমরা সর্বদা- 

                              ইমান আনব, সালাত আদায় করব । 

                              আব্বা-আম্মা, শিক্ষক ও বড়দের সম্মান করব । 

                              ছোটদের স্নেহ করব, সত্য কথা বলব । 

                              স্বভাব চরিত্র সুন্দর করব, শান্তি পাব ।

পরিকল্পিত কাজ : শিক্ষার্থীরা সচ্চরিত্রের একটি তালিকা তৈরি করবে।

 

Content added By

Related Question

View More