সংক্ষিপ্ত- প্রশ্নোত্তর সমাধান
স্প্রেডশিট হলো একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম, যার অর্থ ছড়ানো পাতা। এ প্রোগ্রামে গ্রাফ কাগজের ন্যায় X-অক্ষ ও Y-অক্ষ বরাবর খোপ খোপ অনেক ঘর থাকে। স্প্রেডশিট-এর ওয়ার্কশিটে গ্রিড থাকে যেখানে X অক্ষ বরাবর সারি এবং Y অক্ষ বরাবর কলাম আকারে থাকে। প্রতিটি কলামের শিরোনাম একটি ইংরেজি বর্ণ দিয়ে এবং প্রতিটি সারি সংখ্যা দিয়ে চিহ্নিত করা থাকে। এর দ্বারা গ্রিডের প্রতিটি সেলের ঠিকানা বা Reference সুনির্দিষ্ট থাকে। যেমন: A12 দিয়ে A মানে A Column এবং 12 দিয়ে বারো নাম্বার সারি বোঝায়। A12 দিয়ে A কলাম এবং 12 নাম্বার সারির ছেদবিন্দুতে অবস্থানকারী সেলকে নির্দেশ করা হয়। যেকোনো একটি সেলে যেমন A12 Cell-এ যদি কোনো লেখা বা উপাত্ত প্রবেশ করাতে চাই তবে ঐ সেলে কার্সর রেখে কি-বোর্ড চেপে প্রয়োজনমতো লেখা বা উপাত্ত প্রবেশ করানো যাবে। কি-বোর্ডের অ্যারো কি ব্যবহার করে কার্সরকে ওয়ার্কশিটের যেকোনো সেলে নেওয়া যায়। বাম-কি দিয়ে বামদিকে, ডান-কি দিয়ে ডানদিকে, Upper key দিয়ে উপরের দিকে এবং Lower key চেপে নিচের দিকে নেওয়া যায়। এছাড়া ট্যাব বা Enter key চেপেও কার্সরকে বিভিন্ন Cell-এ নেওয়া যায়। মাউস Click এর মাধ্যমে Cursor-কে বিভিন্ন Cell-এ নেওয়া যায়। মাউস দ্বারা একাধিক Cell-কে একসাথে Select করা যায়। Cell লেখা বা উপাত্ত Copy করে অন্য Cell-এ Paste করা যায়। এছাড়া Column এবং Row-এর Height এবং Width প্রয়োজনমতো বড় করা যায়। লেখার Size বা Space প্রয়োজনমতো বড় ছোট করা যায়।
পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক?
Spreadsheet-এ যোগ বিয়োগ করা সুবিধাজনক কেন?
Spreadsheet ব্যবহারের কৌশল বর্ণনা কর ।
মানুষের গুণনা প্রযুক্তির বিবর্তন ব্যাখ্যা কর।
(সংক্ষিপ্ত প্রশ্ন)"ক্যালকুলেটরের চেয়ে স্প্রেডশিট প্রোগ্রামে কাজ করা, সুবিধাজনক" আলোচনা কর।
(সংক্ষিপ্ত প্রশ্ন)স্প্রেডশিট বলতে কী বুঝ? উদাহরণ দাও।
(সংক্ষিপ্ত প্রশ্ন)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?