শ্রদ্ধেয় শরণঙ্কর ভিক্ষু কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্মালোচনা করতে গিয়ে বলেন, "বুদ্ধের প্রথম ধর্ম দেশনা 'ধর্মচক্র প্রবর্তন সূত্র' নামে খ্যাত। বুদ্ধ তাঁর পঞ্চবর্গীয় শিষ্যদের কাছে নব আবিষ্কৃত চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ, প্রতীত্য সমুৎপদ তত্ত্ব, অনিত্য ও অনাত্মবাদ ইত্যাদি দেশনা করেন। পঞ্চশিষ্যরা বিমুগ্ধচিত্তে এই দেশনা শ্রবণ করেন।”
উক্ত প্রচারে অর্থাৎ বৌদ্ধ ধর্মে নারীদের অধিকার পুরুষের সমকক্ষ ছিল। যদিও বুদ্ধ প্রথমে নারীদের সংঘে প্রবেশের অনুমতি দেননি। কিন্তু পরে আনন্দ থেরের অনুরোধে নারীদেরও সংঘভুক্ত করা হয়।
বুদ্ধত্ব লাভের পর মানব কল্যাণের জন্য পঞ্চবর্গীয় শিষ্যের কাছে 'ধর্মচক্র প্রবর্তন সূত্র' দেশনার মাধ্যমে গৌতম বুদ্ধ তাঁর নবলব্ধ ধর্ম প্রচার করেন। ক্রমান্বয়ে নানা ধর্ম-বর্ণের অনেক যুবক তাঁর কল্যাণ ধর্মে দীক্ষা নিয়ে সংসারধর্ম ত্যাগ করে প্রব্রজ্যা ধর্ম গ্রহণ করেন।
একবার বুদ্ধ শাক্য ও কোলিয়দের বিবাদ মীমাংসার জন্য কপিলাবস্তু গেলে পাঁচশত শাক্য কুমার ভিক্ষুসংঘে যোগ দেন। রানি মহাপ্রজাপতি গৌতমীর নেতৃত্বে গোপাদেবীসহ পাঁচশত শাক্য কুমারের স্ত্রীগণ বুদ্ধের কাছে প্রব্রজ্যা প্রার্থনা করেন। বুদ্ধ প্রথমে তাঁদের অনুরোধ প্রত্যাখ্যান করলেও পরে তাঁদের দৃঢ় প্রত্যয় দেখে এবং আনন্দ থের অনুরোধে ভিক্ষুণীসংঘ প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে নারীরা বৌদ্ধধর্মে পুরুষের সমকক্ষতা অর্জন করে। এ প্রসঙ্গে বুদ্ধ প্রিয় শিষ্য আনন্দকে বলেন যে, পুরুষের ন্যায় নারীরাও শ্রামণ্য ফলের অধিকারী হতে পারে এবং ক্ষেমা, উৎপলবর্ণা, ধর্মদিন্না, ভদ্দকপিলানীর ন্যায় ভিক্ষুণীর সংখ্যা বৃদ্ধি পেলে বুদ্ধ শাসনের মঙ্গল ব্যতীত অমঙ্গল হবে না। তিনি আরো বলেন মার্গফললাভে নারী পুরুষের সমকক্ষ, কোনো তারতম্য নেই।
পরিশেষে বলা যায়, বুদ্ধের উপর্যুক্ত বক্তব্য বৌদ্ধধর্মে নারী-পুরুষের সমতা নির্দেশ করে।
আপনি কি খুঁজছেন “বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা নবম-দশম শ্রেণি PDF”, সহজ ব্যাখ্যা, বা MCQ ও CQ প্রশ্ন–উত্তর?
SATT Academy–তে আপনাকে স্বাগতম! এখানে পাবেন অধ্যায়ভিত্তিক সহজ ভাষায় ব্যাখ্যা, লাইভ টেস্ট, ভিডিও লেকচার, এবং PDF ডাউনলোড সুবিধা — সম্পূর্ণ বিনামূল্যে!
🔗 বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে বইটি অনলাইনে পড়তে বা ডাউনলোড করতে পারবেন)
✔️ ১০০% ফ্রি ও ব্যবহার বান্ধব প্ল্যাটফর্ম
✔️ NCTB বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট
✔️ লাইভ টেস্ট, ভিডিও, অডিও ও ইন্টার্যাক্টিভ ফিচার
✔️ মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন
✔️ কমিউনিটি দ্বারা সম্পাদিত ও যাচাইকৃত তথ্য
SATT Academy–এর মাধ্যমে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ভিডিও ব্যাখ্যা ও PDF সহ বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা–এর পড়াশোনা শুরু করুন — সবার জন্য বিনামূল্যে।
☸️ SATT Academy – আধুনিক ও সহজ শিক্ষার সেরা সঙ্গী।
তথ্য ছকে বর্ণিত মনীষী 'ছয় বছরের তপস্যায় মধ্যমপথ অবলম্বনের মাধ্যমে জ্ঞানলাভে সমর্থ হন'- এ বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তি প্রদর্শন কর।
(উচ্চতর দক্ষতা)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?