বুশরার ফার্মের উৎপাদন সম্পর্কিত তথ্য নিচের টেবিলে দেওয়া হলো
উৎপাদন (Q) (একক) | মোট স্থির ব্যয় (TFC) (টাকা) | মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) (টাকা) |
১ ২ ৩ ৪ ৫ | ১৫ ১৫ ১৫ ১৫ ১৫ | ৫ ১১ ১৫ ৩৩ ৬০ |
উদ্দীপকের তথ্য ব্যবহার করে নিচে সূচির মাধ্যমে মোট খরচ (TC) নির্ণয় করা হলো-
স্বল্পকালে উৎপাদন ব্যবস্থায় মোট স্থির ব্যয় (TFC) এবং মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) যোগ করে মোট খরচ (TC) পাওয়া যায়। যেমন- উদ্দীপকে ১ একক উৎপাদনে মোট স্থির ব্যয় ১৫ টাকা এবং মোট পরিবর্তনশীল ব্যয় ৫ টাকা হওয়ায় উক্ত উৎপাদনে মোট ব্যয় হয় (১৫+৫) বা ২০ টাকা।
উৎপাদন (Q) (একক | মোট স্থির ব্যয় (TFC) (টাকা) | মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) (টাকা) | মোট ব্যয় (TC =TFC+ TVC) (টাকা) |
১ | ১৫ | ৫ | ২০ |
২ | ১৫ | ১১ | ২৬ |
৩ | ১৫ | ১৫ | ৩০ |
৪ | ১৫ | ৩৩ | ৪৮ |
৫ | ১৫ | ৬০ | ৭৫ |
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?