জামাল তার বাড়িতে বিল্ডিং তৈরি করবে। এ জন্য রড, সুরকি, সিমেন্ট, বালি, পানি মিশিয়ে পিলার তৈরি করে। তার বাড়ির ইঞ্জিনিয়ার বলেন যে, এই বস্তুগুলোর প্রতিটির নিজস্ব শক্তি রয়েছে। সবগুলো একত্রে মিশানোর ফলে আলাদা অন্যরূপ শক্তি তৈরি হয়েছে। শক্তি বিলুপ্ত হয়নি। এগুলোকে আলাদা করলে আবার নিজস্ব শক্তি ফিরে পাবে। এই বস্তুগুলোর শক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। অদৃশ্য বিষয় ক্রিয়াশীল থাকায় তারা সুশৃঙ্খলভাবে সুসংহত থাকে।
কার্ল মার্কস বলেন, সমাজের মধ্যে দুইটি শ্রেণি বিদ্যমান শোষক এবং শোষিত কোনো একটি সমাজের উৎপাদন ব্যবস্থা একটি | নির্দিষ্ট গোষ্ঠীর অনুকূলে কাজ করে। এই শ্রেণিটি অর্থনৈতিক ব্যবস্থাকে শোষণ করে রাজনৈতিক, ধর্মীয় ও আদর্শগত অবস্থা গড়ে তোলে। ফলে ঐ শ্রেণিটি বিদ্যমান সমাজব্যবস্থার পরিবর্তন চায় না বরং টিকিয়ে রাখতে চায়। অন্যদিকে, শোষিত শ্রেণি সবসময় বিদ্যমান সমাজব্যবস্থার বিপক্ষে থাকে। আর এর অনিবার্য ফলস্বরূপ শ্রেণি সংগ্রাম অবতীর্ণ হয়।
উদ্দীপকে উল্লিখিত মুসলিম মনীষীর সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে অবদানকে তুমি কীভাবে মূল্যায়ন করবে? যুক্তি উপস্থাপন করো।
(উচ্চতর দক্ষতা)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?