রচনামূলক প্রশ্ন ও সমাধান
কৃষি বনায়ন হলো এক ধরনের ভূমি উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি। এ পদ্ধতিতে সুপরিকল্পিতভাবে বনায়ন করা হয়। এ ধরনের বনায়নে একই জমিতে বৃক্ষ, ফসল, পশুখাদ্য ও মৎস্যখাদ্য উৎপাদন করা হয়। এ বনায়নে কোনো উপাদান অন্য উপাদানকে ব্যাহত করে না। সব উপাদান সমন্বিতভাবে পরিবেশ সমৃদ্ধ করে। অর্থনৈতিকভাবে এ বনায়ন লাভজনক হয়। এ বনায়নের ফলে ভূমির বহুমুখী ব্যবহার করা যায়। এ বন খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে, গৃহনির্মাণ ও আসবাবসামগ্রী তৈরিতে সাহায্য করে ও জ্বালানি সমস্যা মেটায়। এছাড়া কৃষি বনায়নের মাধ্যমে একই জমিতে বিভিন্ন রকম ফসল ও বৃক্ষ রোপণ করা যায়। এর মাধ্যমে অর্থ আয়ের ব্যবস্থা হয়, কর্মসংস্থান বাড়ে, ফলে দারিদ্র্য বিমোচন হয়। এ বনায়নে মাটি ক্ষয় রোধ হয় ও মাটির উর্বরতা বৃদ্ধি পায়, পরিবেশ জীবের বসবাস উপযোগী হয় এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও কৃষি বনায়নের মাধ্যমে পশু পাখির খাদ্য ও আবাসস্থল সৃষ্টি হয়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?