নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

ছক: Y এর (ii) নং ও (iii) নং মৌলদ্বয়ের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 17। অর্থাৎ মৌলদ্বয় যথাক্রমে লিথিয়াম (Li) ও ক্লোরিন (CI)। লিথিয়াম ও ক্লোরিন পরস্পরের সাথে আয়নিক বন্ধনে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 1। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, এর ১ম কক্ষপথে ২টি এবং ২য় কক্ষপথে। টি ইলেকট্রন আছে। আবার ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2. 8,71 অর্থাৎ ক্লোরিনের সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা 7। লিথিয়াম ও ক্লোরিন উভয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে, এরা কেউই স্থিতিশীল নয়। লিথিয়াম পরমাণু স্থিতিশীল হওয়ার জন্য তার সর্ববহিঃস্থ শক্তিস্তরের। টি ইলেকট্রন ত্যাগ করে Li' ক্যাটায়নে পরিণত হয় এবং নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের স্থিতিশীল ইলেকট্রনীয় কাঠামো লাভ করে।
আবার ক্লোরিন পরমাণু তার সর্ববহিঃস্থ শক্তিস্তরে ।টি ইলেকট্রন গ্রহণ করে CI অ্যানায়নে পরিণত হয় এবং নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের স্থিতিশীল ইলেকট্রনীয় কাঠামো লাভ করে।
বিক্রিয়া
ফলে সৃষ্ট Li' ও CT আয়নদ্বয় একটি আকর্ষণ বল অর্জন করে এবং পরস্পরের সাথে আয়নিক বন্ধনে আবদ্ধ হয়ে লিথিয়াম ক্লোরাইড (LiCl) আয়নিক যৌগ গঠন করে।
অপরদিকে, (iv) নং মৌলের পারমাণবিক সংখ্যা ১৪। অর্থাৎ মৌলটি আর্গন (Ar)। আর্গন একটি নিষ্ক্রিয় মৌল যা কোনো যৌগ গঠন করতে সক্ষম নয়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?