সংক্ষিপ্ত- প্রশ্নোত্তর সমাধান
একটি ই-মেইল পাঠানোর প্রক্রিয়া বর্ণনা কর।
(সংক্ষিপ্ত প্রশ্ন)একটি ই-মেইল পাঠানোর জন্য নিচের প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হয়।
১. ইন্টারনেট ব্রাউজার চালু করে যে ওয়েবসাইটে ই-মেইল ঠিকানায় রয়েছে সেটিতে প্রবেশ করতে হবে।
২. মাউস Click করে মেইল ঠিকানায় যেতে হবে।
৩. নিজের মেইল ঠিকানা টাইপ করে এবং পাসওয়ার্ড দিয়ে ব্যক্তির নিজ ই-মেইল ঠিকানায় প্রবেশ করতে হবে।
8. "Compose" লেখা জায়গায় মাউস Click করে একটু অপেক্ষা করলে একটি সাদা পাতা দেখা যাবে যেখানে চিঠিটি কী-বোর্ড ব্যবহারে টাইপ করে লিখতে হবে।
৫. লেখা শেষে উপরের দিকের ই-মেইল ঠিকানা লেখার জায়গায় প্রাপকের ঠিকানাটি লিখতে হবে।
৬. এবার Send লেখায় মাউস Click করলেই ই-মেইলটি প্রাপকের e-mail ঠিকানায় পৌছে যাবে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?