Academy

হান্নান মিয়া একজন গার্মেন্টস কর্মী। এ বছর ঈদে বোনাস হিসেবে পাঁচ হাজার টাকা পেয়েছেন। এ সামান্য টাকা দিয়ে ঈদ উপলক্ষে কার জন্য কী কিনবেন এ ব্যাপারে চিন্তিত হয়ে পড়েন। পরবর্তীতে তিনি স্ত্রীর সাথে পরামর্শ করে ছেলে ও মেয়ের জন্য ঈদের পোশাক কিনে বাকি টাকা দিয়ে মুদি দোকান থেকে বাজার করার সিদ্ধান্ত নেন।

নির্বাচনজনিত সমস্যা সৃষ্টি হয় কেন? (অনুধাবন)

Created: 11 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago
Ans :

মানুষের অসীম অভাব এবং সম্পদের দুষ্প্রাপ্যতা থেকেই নির্বাচনজনিত সমস্যার সৃষ্টি হয়।

দুষ্প্রাপ্য সম্পদ দ্বারা কোন কোন গুরুত্বপূর্ণ অভাবগুলো আগে পূরণ করা হবে তা নির্ধারণ করা বা চিহ্নিত করাকেই 'নির্বাচন' বলা হয়। মানুষের অভাব অফুরন্ত আর এই অফুরন্ত অভাবের মধ্যে সব অভাব সমান গুরুত্বপূর্ণ নয়। তাই অভাবের গুরুত্ব এবং সম্পদের বিকল্প বা দক্ষ ব্যবহারও নির্ধারণ করতে হয় বলে নির্বাচনজনিত সমস্যার সৃষ্টি হয়।

11 months ago

অর্থনীতি

💰 অর্থনীতি – নবম-দশম শ্রেণি | এসএসসি | NCTB অনুমোদিত ২০২৫

আপনি কি খুঁজছেন “অর্থনীতি নবম-দশম শ্রেণি PDF”, বা সহজ ব্যাখ্যাসহ Class 9-10 Economics প্রশ্ন–উত্তর?
তাহলে SATT Academy–তে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!

এখানে আপনি পাবেন:

  • NCTB পাঠ্যবই অনুযায়ী সাজানো অধ্যায়ভিত্তিক কনটেন্ট
  • গুরুত্বপূর্ণ MCQ ও সৃজনশীল প্রশ্ন–উত্তর
  • সহজ ভাষায় ব্যাখ্যা ও উদাহরণ
  • লাইভ টেস্ট ও ভিডিও টিউটোরিয়াল
  • বইয়ের PDF ও ছবি ডাউনলোড সুবিধা

সবকিছুই একেবারে বিনামূল্যে!


✅ এখানে যা থাকছে:

  • প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ ও বোর্ড-প্রাসঙ্গিক প্রশ্ন
  • সহজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা, উদাহরণসহ
  • লাইভ টেস্ট ও সেলফ–অ্যাসেসমেন্ট কুইজ
  • PDF এবং ছবি আকারে বই ডাউনলোড
  • ইউটিউব ভিডিও সংযুক্ত – ভিজ্যুয়াল শেখার জন্য
  • কমিউনিটি যাচাইকৃত ও বিশ্বস্ত তথ্যসমৃদ্ধ কনটেন্ট

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 অর্থনীতি – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সম্পূর্ণ বইটি অনলাইনে পড়া ও ডাউনলোড করা যাবে)


👨‍👩‍👧‍👦 কাদের জন্য উপযোগী:

  • শিক্ষার্থীদের জন্য: বোর্ড প্রস্তুতি ও অধ্যায়ভিত্তিক অনুশীলনের জন্য
  • শিক্ষকদের জন্য: ক্লাস উপস্থাপন ও মূল্যায়নের জন্য রেডি কনটেন্ট
  • অভিভাবকদের জন্য: সন্তানের পড়ালেখা বুঝে সাহায্য করার জন্য
  • টিউটরদের জন্য: প্র্যাকটিস ও পরীক্ষামূলক প্রশ্ন উপস্থাপন সহজ

⚙️ কিভাবে ব্যবহার করবেন:

  1. অধ্যায় সিলেক্ট করুন
  2. প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা পড়ুন
  3. PDF/ছবি ডাউনলোড করুন
  4. লাইভ টেস্টে অংশ নিন
  5. নিজে ব্যাখ্যা দিন – অন্যদের সাহায্য করুন

✨ কেন পড়বেন SATT Academy–তে?

✔️ ১০০% ফ্রি ও সহজবোধ্য
✔️ NCTB বইয়ের আলোকে সাজানো
✔️ ভিডিও, ইমেজ, লাইভ টেস্ট সুবিধা
✔️ মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন
✔️ শিক্ষার্থী–বান্ধব ও আপডেটেড কনটেন্ট


🔍 সার্চ–সহায়ক কীওয়ার্ড:

  • অর্থনীতি নবম দশম শ্রেণি PDF
  • Class 9-10 Economics NCTB
  • Economics SSC Question Answer
  • উচ্চ মাধ্যমিক অর্থনীতি ব্যাখ্যা
  • SATT Academy Economics Class 9 10
  • অর্থনীতি PDF ডাউনলোড SSC
  • NCTB Economics Book Bengali

🚀 শুরু করুন এখনই!

SATT Academy–তে শেখা হোক সহজ, কার্যকর ও আনন্দদায়ক!
আজই শুরু করুন অর্থনীতি অধ্যয়ন — ব্যাখ্যা, প্রশ্ন, PDF ও টেস্টসহ একদম ফ্রি।

📘 SATT Academy – সব ছাত্রের জন্য সহজ, প্রযুক্তিনির্ভর ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।

Content added By

Related Question

View More

ভূমিবাদীদের (Physiocracy) মতে, কৃষিই (খনি ও মৎস্য ক্ষেত্রসহ) হলো অন্যতম বা প্রধান উৎপাদনশীল খাত।

দুষ্প্রাপ্যতা বলতে অসীম অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে বোঝায়।

মানুষ তার অভাব পূরণ করার জন্য যে পরিমাণ দ্রব্য ও সেবা ভোগ করতে চায় তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। অর্থাৎ মানবজীবনের অসংখ্য অভাবের তুলনায় উৎপাদনের উপকরণ তথা প্রাপ্ত সম্পদের স্বল্পতাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে। উদাহরণ- সাকিবের কাছে এক হাজার টাকা আছে। তার শার্ট, প্যান্ট এবং ভালো জুতা দরকার। কিন্তু প্রয়োজনের তুলনায় তার টাকার পরিমাণ কম। এটি সম্পদের 'দুষ্প্রাপ্যতাকে' নির্দেশ করছে।

সুমি যে দেশে বাস করে সেখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।

সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের ওপর রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত। সেখানে প্রায় সব শিল্প- কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার এবং সেগুলো সরকারি বা সামাজিক নির্দেশে পরিচালিত হয়ে থাকে। তাছাড়া সমাজতন্ত্রে অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা সরকার নির্ধারিত দামে দ্রব্যাদি ভোগ করে থাকে। কোনো ভোক্তা চাইলেই নিজের খুশিমতো অর্থ ব্যয় করে কোনো কিছু ভোগ করতে পারে না। এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা নেই বললেই চলে, কারণ সকল অর্থনৈতিক কার্যাবলি জনগণের সামগ্রিক কল্যাণের জন্য পরিচালিত হয়। উদ্দীপকের সুমি যে দেশে বাস করে সেখানে জমি, কলকারখানা ও খনি প্রভৃতি প্রায় সকল কিছুর মালিকানা থাকে সরকার বা রাষ্ট্রের হাতে। সেখানে কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে দেশের উৎপাদন ও বণ্টন প্রক্রিয়া (কোন দ্রব্য, কী পরিমাণে, কীভাবে এবং কাদের জন্য উৎপাদিত হবে) সম্পর্কে মৌলিক সিদ্ধান্ত নেয়া হয়। এসব বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে বলা যায়, সুমির দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত।

সুমির দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে মিশ্র অর্থব্যবস্থার কিছু পার্থক্য রয়েছে।

যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের। ওপর রাষ্ট্রীয় বা সরকারি মালিকানা থাকে তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। পক্ষান্তরে, যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলা হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রে ভোক্তার স্বাধীনতা থাকে না। অপরদিকে মিশ্র অর্থব্যবস্থায় প্রায় সকল ক্ষেত্রেই ভোক্তা অবাধ স্বাধীনতা ভোগ করে। উদ্দীপকের সুমি যে দেশে বাস করে সেখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। কারণ সেখানে দাম-সংক্রান্ত সকল সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব কেন্দ্রের হাতে ন্যস্ত। সেখানে কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে সকল অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হয়। অপরদিকে মিশ্র অর্থব্যবস্থায় চাহিদা- যোগানের স্বয়ংক্রিয় ঘাত-প্রতিঘাতের দ্বারা দাম নির্ধারিত হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কোন কোন দ্রব্য, কী পরিমাণে ও কীভাবে উৎপাদিত হবে এবং কীভাবে বণ্টন করা হবে- এসব পরিকল্পনা কেন্দ্রীয় কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত হয়। তাই সেখানে ব্যক্তিগত মুনাফা অর্জনের কোনো সুযোগ থাকে না। অন্যদিকে, মিশ্র অর্থব্যবস্থায় ধনতন্ত্র ও সমাজতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়, তাই সেখানে ধনতন্ত্রের মতো সম্পত্তির ব্যক্তিগত মালিকানা ও মুনাফা অর্জনের বিষয়টি পরিলক্ষিত হয়। সেই সাথে বেসরকারি পর্যায়ে - অর্থনৈতিক কার্যাবলির ওপর সরকারি নিয়ন্ত্রণও বজায় থাকে।
কাজেই বলা যায়, সুমির দেশের অর্থব্যবস্থা তথা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে মিশ্র অর্থব্যবস্থার অনেক পার্থক্য রয়েছে।

 

 

 

 

ইংল্যান্ডের অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি হলো- "অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে।"

অর্থনীতির ভাষায় শ্রমিকদেরকে কাজে উৎসাহিত করার জন্য গৃহীত বিভিন্ন ব্যবস্থাই হলো প্রণোদনা।

অর্থনীতিতে উৎসাহ বা প্রণোদনা উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ প্রণোদনা পায় বলেই যে কোনো কাজ যত্নের সাথে সম্পন্ন করে। কাজের স্থায়িত্ব, শ্রমিকদেরকে লভ্যাংশ প্রদান, বিনামূল্যে পোশাক, চিকিৎসা, বাসস্থান, বেতনসহ ছুটি, বৃদ্ধ বয়সে পেনশন, কাজের ঝুঁকি হ্রাস ইত্যাদি প্রণোদনার কৌশল ব্যবহার করে শ্রমিকদেরকে অধিক উৎপাদনে উৎসাহিত করা যায়।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...