বাবা বাজার থেকে আম কিনে এনেছেন। নয়নকে তিনটি আম হাতে দিয়ে বললেন, 'আমগুলো খেতে মিষ্টি।' একটি আম খেয়ে নয়নের মনে হলো, 'চমৎকার। আমগুলো সত্যিই অনেক মিষ্টি।'
যুক্তিবিদ্যায় শব্দ প্রধানত তিন প্রকার। যথা- ১। পদযোগ্য শব্দ, ২। সহ-পদযোগ্য শব্দ, ৩। পদ-নিরপেক্ষ শব্দ। যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে তাকে 'পদযোগ্য শব্দ' বলে। যেমন- মানুষ, বই, শুভ্র ইত্যাদি। যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না তাকে 'সহ পদযোগ্য শব্দ' বলে। যেমন- গুলো, টি, টা, খানা ইত্যাদি।
যে শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না তাকে 'পদ-নিরপেক্ষ শব্দ' বলে। যেমন- বাহ! হায়! উদ্দীপকে নয়নের বক্তব্যের মধ্য দিয়ে শব্দের প্রকারভেদ প্রতীয়মান হয়েছে। নয়ন বললো চমৎকার। আমগুলো সত্যিই অনেক মিষ্টি। এখানে চমৎকার। শব্দটি পদ-নিরপেক্ষ শব্দ। আম শব্দটি পদযোগ্য শব্দ এবং আমের সাথে যে 'গুলো' শব্দটি যোগ হয়ে আমগুলো হয়েছে, এই 'গুলো' শব্দটি হচ্ছে সহ-পদযোগ্য শব্দ। অর্থাৎ উক্ত বক্তব্যের দ্বারা শব্দের প্রকারভেদ প্রতীয়মান হয়েছে।
কারণ পদযোগ্য শব্দের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি এগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে। আবার আম + গুলো, এখানে 'গুলো' শব্দটি সহ-পদযোগ্য শব্দের শর্ত পূরণ করে। তথা এটি স্বাধীনভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না। চমৎকার! শব্দটি পদ-নিরপেক্ষ শব্দ। কারণ এটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয় না। সুতরাং নয়নের বক্তব্যের মধ্য দিয়ে শব্দের প্রকারভেদ প্রতীয়মান হয়েছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?