যুক্তিবাক্য | ||
অনিবার্য যুক্তিবাক্য | ? | সম্ভাব্য যুক্তিবাক্য |
প্রদত্ত ছকে '?' চিহ্নিত স্থান বিবরণমূলক যুক্তিবাক্যকে নির্দেশ করে। কেননা নিশ্চয়তা অনুসারে যুক্তিবাক্যকে তিন ভাগে ভাগ করা হয়। যথা- অনিবার্য যুক্তিবাক্য, বিবরণমূলক যুক্তিবাক্য এবং সম্ভাব্য যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক বাস্তব অভিজ্ঞতার ওপর নির্ভরশীল, তাকে 'বিবরণমূলক যুক্তিবাক্য' বলে। অর্থাৎ আমাদের অভিজ্ঞতা হয়েছে তাতে উদ্দেশ্য এবং বিধেয়ের কোনো সম্পর্কে হয়েছে সত্য হতে দেখা গেছে, কিন্তু উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে এমন কিছু আবিষ্কৃত হয়নি যার উপর নির্ভর করে আমরা ঐ সম্পর্কে অনিবার্য বলতে পারি। যেমন- 'কোকিল হয়ে কালো' 'দুধ হয় সাদা'। এই যুক্তিবাক্য দুটির সত্যতা অর্থাৎ কোকিলের কালো হওয়া এবং দুধ সাদা হওয়া বিষয় দুটি আমাদের অভিজ্ঞতার ওপর নির্ভর করে। এজন্য এ দুটি যুক্তিবাক্য বিবরণমূলক। কারণ এগুলোর উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার সম্বন্ধে আমাদের অভিজ্ঞতার উপর নির্ভরশীল। কারণ আমাদের অভিজ্ঞতায় এদের বিপরীত কোনো সম্বন্ধ নেই। তবে ভবিষ্যতে এর বিপরীত কোনো সম্ভব্ধ আসবে না এমন কথা বলা যায় না। সুতরাং বিবরণিক যুক্তিবাক্যের সত্যতা সর্বকালের জন্য নয়, বর্তমানের জন্য। অতীতে এ সভ্যতা মিথ্যা হয়ে থাকতে পারে এবং ভবিষ্যতেও ভিন্নতর অভিজ্ঞতা ঘটলে পর সত্যতা মিথ্যা হয়ে যেতে পারে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?