শিক্ষক সামির উদ্দিন বিপণনের ক্লাসে তাঁর ছাত্র-
ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, মানুষের প্রয়োজন মিটাতে পারে এমন সবকিছুকেই পণ্য বলে। পণ্য দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে। চাল, ডাল, পিঁয়াজ, কম্পিউটার, টেলিভিশন, বক্তৃতা, পরামর্শ, সংগঠন, ব্যক্তিত্ব, ঘটনা, স্থান ইত্যাদি সবই পণ্যের অন্তর্গত। তবে অবশ্যই পণ্যের আর্থিক একটি মূল্য থাকবে এবং ভোক্তার শারীরিক বা মানসিক প্রয়োজন মিটাতে সক্ষম হবে।"
চূড়ান্ত ভোেগ বা ব্যবহারের উদ্দেশে যে পণ্য ক্রয় করা হয় তাকে ভোগ্যপণ্য বলে।
ভােগ্যপণ্য মূলত ভোক্তা বা ব্যবহারকারীরা অব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয় ও ব্যবহার করে। ভােগ্যপণ্য পুনঃবিক্রয় বা উৎপাদন ক্ষেত্রে পুনঃব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় না। উৎপাদনকারী এরূপ ভোগের উপযোগী করেই বাজারে ছাড়ে এবং অধিকাংশ ভোগ্যপণ্যের মূল্য সাধারণত কম হয়। ভোগ্যপণ্য বিপণনে মধ্যস্থ
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?