Academy

শুভার্থী সমাজসেবী পরিবারের রূপবতী মেয়ে। তিনি যথাসময়ে শিক্ষা সমাপ্ত করেন। তাই শুভার্থীর পিতা তাঁকে বিবাহবন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলেন। শিক্ষিত, অশ্বচালনা ও সকল বিষয়ে পারদর্শী এক যুবকের সাথে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাঁদের সুখের সংসারজীবন বেশি দিন স্থায়ী হয়নি বরং শুভার্থীর স্বামী মনের বাসনা পূরণের জন্য বৈরাগ্য জীবন গ্রহণের লক্ষ্যে চলে গেলেন এবং পরমজ্ঞান লাভে ব্রতী হন।

মহর্ষি কালদেবল রাজকুমারকে দেখে প্রথমে খুশি হয়ে পরে কেঁদে ফেললেন কেন? ব্যাখ্যা কর। (অনুধাবন)

Created: 1 year ago | Updated: 4 months ago
Updated: 4 months ago
Ans :

বয়োবৃদ্ধ হেতু ভাবী বুদ্ধের অমিয়বাণী শোনার সৌভাগ্য হবে না জেনে মহর্ষি কালদেবল রাজকুমারকে দেখে প্রথমে খুশি হয়ে পরে কেঁদে ফেললেন।

মহর্ষি কালদেবল রাজকুমার সিদ্ধার্থকে দেখে প্রথমে খুশি হলেন। কারণ তিনি জানতেন এই কুমার মহাজ্ঞানী বুদ্ধ হবেন, জগৎকে দুঃখমুক্তির পথ প্রদর্শন করবেন। কিন্তু তখন তিনি ছিলেন বয়োবৃদ্ধ। তিনি বুদ্ধের অমিয় বাণী শুনতে পারবেন না, বহুপূর্বেই তার মৃত্যু হবে, তাই তিনি পরে কেঁদে ফেললেন।

1 year ago

বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা

☸️ বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা – নবম-দশম শ্রেণি | SSC | NCTB অনুমোদিত

আপনি কি খুঁজছেন “বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা নবম-দশম শ্রেণি PDF”, সহজ ব্যাখ্যা, বা MCQ ও CQ প্রশ্ন–উত্তর?

SATT Academy–তে আপনাকে স্বাগতম! এখানে পাবেন অধ্যায়ভিত্তিক সহজ ভাষায় ব্যাখ্যা, লাইভ টেস্ট, ভিডিও লেকচার, এবং PDF ডাউনলোড সুবিধা — সম্পূর্ণ বিনামূল্যে!


📘 অধ্যায়ের প্রধান বিষয়সমূহ:

  • বৌদ্ধধর্মের ইতিহাস ও বাণী
  • চার আর্য সত্য ও অষ্টাঙ্গিক পথ
  • বৌদ্ধ ধর্মগ্রন্থ ও উপাসনা
  • নৈতিকতা ও জীবনের মূল্যবোধ
  • ধর্মীয় উৎসব ও সমাজে বৌদ্ধ ধর্মের ভূমিকা
  • বৌদ্ধ ধর্মে মানবতা ও শুদ্ধাচার
  • শিক্ষার গুরুত্ব ও বৌদ্ধ দর্শন

✅ এখানে যা পাবেন:

  • প্রতিটি অধ্যায়ের সহজ ও পরিষ্কার ব্যাখ্যা
  • বোর্ড পরীক্ষা অনুযায়ী CQ ও MCQ প্রশ্ন–উত্তর
  • লাইভ টেস্ট – নিজের প্রস্তুতি যাচাইয়ের জন্য
  • ভিডিও লেকচার ও অডিও ব্যাখ্যা
  • সরকারি PDF ডাউনলোড লিংক
  • কমিউনিটি সম্পাদিত ও যাচাইকৃত কনটেন্ট

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড

(লিংকে ক্লিক করে বইটি অনলাইনে পড়তে বা ডাউনলোড করতে পারবেন)


👨‍👩‍👧‍👦 উপকারিতা:

  • SSC পরীক্ষার্থীদের জন্য: পরীক্ষার জন্য উপযোগী সাজানো কনটেন্ট
  • শিক্ষকদের জন্য: ক্লাসে পড়ানোর জন্য সহায়ক উপকরণ
  • অভিভাবকদের জন্য: সন্তানের পড়াশোনায় গাইড হিসেবে
  • টিউটর ও কোচিং শিক্ষকদের জন্য: প্রশ্ন ও রিভিশন উপকরণ

⚙️ কীভাবে ব্যবহার করবেন:

  1. অধ্যায় তালিকা থেকে প্রয়োজনীয় অধ্যায় নির্বাচন করুন
  2. প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা মনোযোগ দিয়ে পড়ুন
  3. লাইভ টেস্টে অংশ নিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন
  4. প্রয়োজন হলে PDF ডাউনলোড করুন
  5. ভিডিও লেকচার দেখুন ও নিজে শেখান

✨ কেন SATT Academy?

✔️ ১০০% ফ্রি ও ব্যবহার বান্ধব প্ল্যাটফর্ম
✔️ NCTB বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট
✔️ লাইভ টেস্ট, ভিডিও, অডিও ও ইন্টার‍্যাক্টিভ ফিচার
✔️ মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন
✔️ কমিউনিটি দ্বারা সম্পাদিত ও যাচাইকৃত তথ্য


🔍 সার্চ-সহায়ক কীওয়ার্ড:

  • বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণি
  • Buddhist Religion and Moral Education Class 9 10
  • SSC Buddhist Moral Education PDF
  • CQ MCQ Buddhist Religion SSC
  • NCTB Buddhist Moral Education Class 9 10
  • SATT Academy Buddhist Religion

🚀 এখনই শুরু করুন!

SATT Academy–এর মাধ্যমে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ভিডিও ব্যাখ্যা ও PDF সহ বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা–এর পড়াশোনা শুরু করুন — সবার জন্য বিনামূল্যে।

☸️ SATT Academy – আধুনিক ও সহজ শিক্ষার সেরা সঙ্গী।

Content added By

Related Question

View More

ঋষি অসিতের ভবিষ্যদ্বাণী ছিল, রাজকুমার সিদ্ধার্থ মহাজ্ঞানী বুদ্ধ হবেন, জগৎকে দুঃখ মুক্তির পথ দেখাবেন।

রাজকুমার সিদ্ধার্থের জন্মের পর তাঁকে দেখতে এলেন ঋষি অসিত। তিনি মহর্ষি কালদেবল নামেও পরিচিত ছিলেন। ঋষি অসিত সিদ্ধার্থকে দেখে বললেন, "মহারাজ, এই কুমার মহাজ্ঞানী বুদ্ধ হবেন, জগৎকে দুঃখমুক্তির পথ প্রদর্শন করবেন।”

প্রদর্শিত তথ্য ছকটি বৌদ্ধধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য।

সিদ্ধার্থ গৌতম আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে লুম্বিনী উদ্যানে শালবৃক্ষের নিচে বৈশাখী পূর্ণিমার শুভক্ষণে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হিমালয়ের পাদদেশে অবস্থিত কপিলাবস্তু রাজ্যের শাক্যরাজা শুদ্ধোদন ও রানি মহামায়া দেবীর একমাত্র সন্তান।

ছকে বর্ণিত তথ্যসমূহের সাথে সিদ্ধার্থ গৌতমের জীবনের তথ্যসমূহের হুবহু মিল রয়েছে। বাল্যকাল হতেই সিদ্ধার্থ গৌতম উদাসীন ও ভাবুক প্রকৃতির ছিলেন। মহারাজ শুদ্ধোদন পুত্রের উদাসীনতা ও বৈরাগ্যভাব অনুধাবন করে পুত্রকে সংসারী করার তাগিদ অনুভব করলেন। তাঁকে ষোল বছর বয়সে প্রতিবেশী কোলীয় রাজা দণ্ডপাণি-কন্যা যশোধরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। অসিত ঋষির ভবিষ্যদ্বাণী অনুসারে সিদ্ধার্থ গৌতম ঊনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেন এবং ছয় বছর কঠোর সাধনায় বুদ্ধত্ব লাভ করেন।

হ্যাঁ, ছকে বর্ণিত মনীষী অর্থাৎ মহামতি গৌতম বুদ্ধ 'ছয় বছরের তপস্যায় মধ্যমপথ অবলম্বনের মাধ্যমে জ্ঞানলাভে সমর্থ হন'- এ বক্তব্যের সাথে আমি একমত।

কঠোর সাধনায় ছয়টি বছর পার করলেন ভগবান গৌতম বুদ্ধ। তখন জীর্ণ শীর্ণ হয়ে গেলো গৌতমের সুন্দর দেহ সৌষ্ঠব। দুর্বল শরীরে হাঁটা- চলায় অক্ষম হয়ে গেলেন তিনি। তিনি এতই দুর্বল ছিলেন যে, একদিন নদীতে স্নান করতে নেমে আর উঠতে পারছিলেন না। অনেক কষ্টে পাশের একটি বড় গাছের শাখা ধরে তিনি পাড়ে উঠতে সক্ষম হলেন। তিনি অনুধাবন করলেন, এভাবে কঠোর সাধনা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। দুঃখমুক্তির উপায় জানা সম্ভব হবে না।

তিনি উপলব্ধি করলেন, অল্প অল্প আহার করে মধ্যম পথ অবলম্বনই হবে সাধনার প্রকৃত পথ। কঠোর সাধনা বা বিলাসী জীবন কোনোটিই দুঃখমুক্তির অনুকূল নয়। সুতরাং তিনি মধ্যমপথ অবলম্বন করলেন এবং সেনানী গ্রামের এক গৃহবধূ সুজাতার দেওয়া পায়সান্ন খেয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তিনি ধ্যানে বসলেন।

পরিশেষে যাবতীয় অশুভ শক্তির প্রতীক মারকে পরাজিত করে তিনি 'বোধি' বা পরম জ্ঞানলাভ করে জগতে বুদ্ধ নামে খ্যাত হলেন।

উদ্দীপকের ঘটনাটির সাথে পাঠ্যবইয়ের সিদ্ধার্থ গৌতম ও যশোধরা - গোপাদেবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনার তুলনা করা হয়েছে। রাজা শুদ্ধোদন গোপার পিতা দণ্ডপাণির নিকট পুত্রের বিবাহের আনুষ্ঠানিক প্রস্তাব পাঠান। প্রস্তাব পেয়ে দণ্ডপাণি আনন্দিত হলেন। কিন্তু কুলপ্রথা অনুযায়ী তাঁদের কন্যার পাণিপ্রার্থীকে অশ্বচালনা, ধনুর্বাণ, অসিচালনা প্রভৃতিতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। অতএব নির্ধারিত দিনে দেশ-বিদেশের ক্ষত্রিয় কুমারদের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হলেন রাজকুমার সিদ্ধার্থ। অশ্বচালনা, ধনুর্বাণ, অসিচালনা একে একে সবকটিতেই তিনি জয়লাভ করে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। সভামঞ্চে গোপা সিদ্ধার্থের গলায় বরমাল্য পরিয়ে দিলেন ।

উদ্দীপকের শুভার্থীর পিতা কন্যাকে পাত্রস্থ করার জন্য পাত্রের যে যোগ্যতা নির্ণয় করেছিলেন তা হলো শিক্ষিত, অশ্বচালনা ও সকল বিষয়ে পারদর্শিতা। ঠিক একই রকমভাবে সিদ্ধার্থ ও যশোধরা গোপাদেবীর বিয়েতে গোপাদেবীর পিতা রাজা দণ্ডপাণি পাত্রের উপর্যুক্ত যোগ্যতা নির্ধারণ করেছিলেন।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...