নিম্নে ভোগ ও প্রান্তিক উপযোগের একটি তালিকা দেওয়া
হলো:
ভোগের একক | প্রান্তিক উপযোগ (MU) |
১ম | ৮০ |
২য় | ৬০ |
৩য় | ৪০ |
৪র্থ | ২০ |
৫ম | ০ |
৬ষ্ঠ | -২০ |
অর্থনীতিতে যোগান (Supply) ও মজুদ (Stock) দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়।
কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণ হলো মজুদ (Stock)। কিন্তু কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রেতা বিক্রয় করতে ইচ্ছুক, তাকে ঐ দ্রব্যের যোগান (Supply) বলে। মজুদের ধারণা যোগান অপেক্ষা বৃহৎ অথবা সমান। অর্থাৎ মজুদ > যোগান
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?