স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬ এর দৌড় প্রতিযোগিতায় ১০০ মিটার বৃত্তাকার ট্র্যাকে ৪ বার ঘুরে আসতে ষষ্ঠ শ্রেণির ছাত্র রহিম মাত্র ১.৫ মিনিট সময় নিয়ে ২০১৬ সালের দ্রুততম বালক হওয়ার গৌরব অর্জন করে।
রহিমের এই দৌড় ঘূর্ণন গতি।
বিশ্লেষণ: আমরা জানি, কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর চারদিকে চক্রাকারে ঘুরতে থাকলে তার গতিকে ঘূর্ণন গতি বলে। এক্ষেত্রে রহিম দৌড় প্রতিযোগিতায় ১০০ মিটারের বৃত্তাকার ট্র্যাকটি চারবার ঘুরে। এখানে ট্র্যাকের কেন্দ্রের সাপেক্ষে রহিম চক্রাকারে দৌড়ায় বলে তার গতিকে ঘূর্ণন গতি বলে অভিহিত করা যায়। তাছাড়া রহিমের গতিকালে সে যদি সম্পূর্ণ পথ সমবেগে চলে তবে গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে সে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। সেক্ষেত্রে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলা যাবে। অতএব, উপরোক্ত 'আলোচনার পরিপ্রেক্ষিতে, রহিমের এই দৌড়কে প্রাথমিক অবস্থায় ঘূর্ণন গতি বলা যাবে তবে শর্ত সাপেক্ষে তা পর্যাবৃত্ত গতিও হতে পারে।
আপনি কি ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বই (২০২৫) এর সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, অথবা PDF খুঁজছেন?
SATT Academy–তে পাচ্ছেন অধ্যায়ভিত্তিক গাইড, MCQ, ব্যাখ্যা, ভিডিও ক্লাস ও Live Test — এক জায়গায়!
🔗 বিজ্ঞান – ষষ্ঠ শ্রেণি PDF (২০২৫)
(সরকারি ওয়েবসাইট থেকে পড়া ও ডাউনলোড করার জন্য লিংক)
SATT Academy–এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বইটি সহজ ভাষায়, আধুনিক কনটেন্ট ও ইন্টার্যাক্টিভ পদ্ধতিতে শিখুন — পড়া হোক মজার ও ফলপ্রসূ!
🎓 SATT Academy – আপনার প্রযুক্তিনির্ভর পাঠসাথী।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?