or
Don't have an account? Register
গাণিতিক সমস্যার সমাধান
আমরা জানি, I = Pnr
বা, ৪৭৬০=P×৪×৮.৫০১০০
বা, P×৪×৮.৫০=৪৭৬০×১০০
বা, P=৪৭৬০×১০০৪×৮.৫০=৪৭৬০×১০০×১০০৪×৮৫০=১৪০০০
∴ ব্যাংকে জমার পরিমাণ ১৪০০০ টাকা।
২০% লাভে ১০০ টাকার জিনিসের খুচরা মূল্য (১০০ + ২০) টাকা = ১২০ টাকাখুচরা বিক্রয়মূল্য ১২০ টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১০০ টাকা∴ ‘’ ‘’ ১ ‘’ ‘’ ‘’ ‘’ ‘’ ১০০১২০ ‘’∴ ‘’ ‘’ ৫৭৬ ‘’ ‘’ ‘’ ‘’ ‘’ ১০০৫×৫৭৬৯৬১২০৬১ ‘’ =৪৮ টাকা যেহেতু খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য।∴পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য ৪৮০ টাকা২০% লাভে পাইকারি বিক্রেতা ১০০ টাকার জিনিস বিক্রি করে (১০০ + ২০) টাকা = ১২০ টাকাপাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা∴ ‘’ ‘’ ‘’ ১ ‘’ ‘’ ‘’ ১০০১২০ ‘’∴ ‘’ ‘’ ‘’ ৪৮০ ‘’ ‘’ ‘’ ১০০×৪৮০৪১২০১ ‘’ = ৪০০ টাকা ∴পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য ৪০০ টাকা।
ক্রয়মূল্য ১০০ টাকা হলে,৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) টাকা = ৯৫ টাকা বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা∴ ‘’ ১ ‘’ ‘’ ‘’ ১০০৯৫ ‘’∴ ‘’ ২৩৭৫ ‘’ ‘’ ‘’ ১০০×২৩৭৫২৫৯৫১ ‘’ = ২৫০০ টাকাআবার, ক্রয়মূল্য ১০০ টাকা হলে, ৬% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৬) টাকা= ১০৬ টাকাক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬ টাকা ‘’ ১ ‘’ ‘’ ‘’ ১০৬১০০ ‘’∴ ‘’ ২৫০০ ‘’ ‘’ ‘’ ১০৬×২৫০০১০০ ‘’ = ২৬৫০ টাকানির্ণেয় বিক্রয়মূল্য ২৬৫০ টাকা।
১০টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা
১টি “ ” ৩০১০=৩ টাকা
আবার, ১৫টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা
∴ ১টি “ ” ৩০১৫=২ টাকা
(১ + ১) বা, ২টি কলার ক্রয়মূল্য ক্রয়মূল্য (৩+২) টাকা বা ৫ টাকা
আবার, ১২টি কলার বিক্রয়মূল্য ৩০ টাকা
১টি “ ” ৩০১২ "
২টি “ ” ৩০৫×২১২২=৫ টাকা
এক্ষেত্রে সমান সংখ্যক কলার ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য সমান।
তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না।
আমরা জানি, I = Prn
=২০০০×১০.৫০১০০×৫=২০০০২০×১০৫০১০০×১০০×৫= ১০৫০
= ১০৫০
নির্ণেয় মুনাফা ১০৫০ টাকা।'
মুনাফার হার কমে = (১০ – ৮) টাকা = ২ টাকা
অর্থাৎ ১০০ টাকায় ১ বছরের মুনাফা কমে ২ টাকা
১ “ ১ ” " ২১০০ "
৩০০০ “ ৩ ” " ২×৩০০০৩০×৩১০০=১৮০ টাকা ।
∴ মুনাফা কম হবে ১৮০ টাকা।
আমরা জানি, I= Prn
বা, r=1Pn
৫৮৫০১৩০০০×৫=৯১০০=৯%
মুনাফার হার ৯%।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?