রহমত আলী কোরবানির সময় স্বল্প মূল্যে পশুর চামড়া কিনে নিজ বাড়িতেই প্রক্রিয়াজাত করে গুদামজাত করেন। কিন্তু চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম না জানার কারণে সব চামড়া নষ্ট হয়ে যায়। এর ফলে স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে এবং তিনি ব্যবসায়িকভাবে সর্বশান্ত হন।
উদ্যোগ। কোনো নির্দিষ্ট ক্ষেত্রে সরকার কর্তৃক সুযোগ-সুবিধা ও অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হলো সরকারি পৃষ্ঠপোষকতা।
ব্যবসায়ের ক্ষেত্রে সরকার একটি গুরুত্বপূর্ণ পক্ষ। প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে সরকার দেশের ব্যবসায় পরিবেশের উন্নয়ন করে। কর মওকুফ, স্বল্প বা বিনা সুদে মূলধন সরবরাহ প্রভৃতি সরকার প্রদত্ত সুবিধা। এরূপ সুবিধা বা পৃষ্ঠপোষকতা পেলে ব্যবসায়ীরা সহজে ব্যবসায় স্থাপন ও সম্প্রসারণ করতে পারে। তাই ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ।
আপনি কি খুঁজছেন “ব্যবসায় উদ্যোগ নবম-দশম শ্রেণি PDF”, সহজ ব্যাখ্যা, অথবা CQ/MCQ সাজেশন?
তাহলে স্বাগতম SATT Academy–তে – যেখান থেকে আপনি পাবেন অধ্যায়ভিত্তিক সহজ কনটেন্ট, লাইভ টেস্ট, ভিডিও ব্যাখ্যা, এবং বইয়ের PDF — একদম বিনামূল্যে!
🔗 ব্যবসায় উদ্যোগ – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সরকারি বইটি অনলাইনে পড়া বা ডাউনলোড করা যাবে)
✔️ ১০০% ফ্রি ও সহজ ইউজার ইন্টারফেস
✔️ NCTB বই অনুযায়ী সাজানো কনটেন্ট
✔️ Live Test, PDF, ভিডিও, কমিউনিটি ব্যাখ্যা
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ডিজাইন
✔️ নিয়মিত আপডেটেড ও নির্ভুল তথ্য
SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ভিডিও ব্যাখ্যা, PDF ডাউনলোড ও লাইভ টেস্টসহ ব্যবসায় উদ্যোগ–এর প্রস্তুতি শুরু করুন — একদম ফ্রি!
📘 SATT Academy – যেখানে শেখা হয় সহজে, আধুনিক উপায়ে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?