পরিবেশ বিজ্ঞানীরা 'সম্প্রতি বাংলাদেশের জলবায়ু পর্যালোচনা করে নিম্নোক্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন:
সিদ্ধান্ত-১: ষড় ঋতুর বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে ঋতুর পরিবর্তন হওয়ায় প্রতিটি ঋতুর স্বমহিমা প্রকৃতিতে আর দেখা যায় না।
সিদ্ধান্ত-২: জলবায়ু পরিবর্তনের দরুন নতুন নতুন রোগের আবির্ভাব হওয়ায় মানবজাতির অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে।
সিদ্ধান্ত-২ অনুসারে জলবায়ু পরিবর্তনের কারণে মানবজাতির অস্তিত্ব কেন হুমকির সম্মুখীন তা বিশ্লেষণ করা হলো:
ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে লেগেই আছে। জলবায়ুজনিত পরিবর্তনের ফলে ঘন ঘন প্রলয়ংকারী বন্যায় মারাত্মক পানি দূষণ ও পানিবাহিত নানাবিধ রোগ বিশেষ করে কলেরা, ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটে। অসময়ে বন্যা-খরার কারণে খাদ্য উৎপাদন ব্যাহত হয় যা খাদ্য ঘাটতি সৃষ্টি করে, এমনকি দুর্ভিক্ষ ও হতে পারে যা স্বাস্থ্য ঝুঁকিকে এক চরম পর্যায়ে নিয়ে যাবে। পানির মতো বায়ুমন্ডলীয় তাপমাত্রা বাড়লে রোগজীবাণু বেশি জন্মাবে ও নানা রকম রোগ সংক্রমণ বেড়ে যাবে। বিগত ৩-৪ বছর যাবৎ বর্ষার মৌসুমে বিশেষ করে সিরাজগঞ্জ জেলায় অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে যা আগে
বাংলাদেশে কখনও ছিল না। এতে গবাদি পশু ও মানুষ আক্রান্ত হচ্ছে। এ রোগে আক্রান্ত হলে মানুষের ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসায় ভালো হলেও গবাদি পশুর জন্য মৃত্যু অবধারিত। জলবায়ুজনিত পরিবর্তনের ফলে অ্যানথ্রাক্সের মতো অনেক প্রাণঘাতি রোগ-জীবাণু সৃষ্টি হতে পারে যা মানব জাতির অস্তিত্বের জন্য হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে।
আপনি কি খুঁজছেন “বিজ্ঞান নবম-দশম শ্রেণির বইয়ের PDF” বা Class 9-10 Science বইয়ের সহজ ব্যাখ্যা ও প্রশ্ন উত্তর?
তাহলে SATT Academy-তে আপনাকে আন্তরিক স্বাগতম!
এখানে আপনি পাবেন NCTB অনুমোদিত বইয়ের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও নির্ভুল উত্তর, সহজ ভাষায় ব্যাখ্যা, লাইভ টেস্ট, ভিডিও লেকচার, এবং বইয়ের PDF ডাউনলোড সুবিধা — সম্পূর্ণ বিনামূল্যে!
🔗 বিজ্ঞান নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে পুরো বইটি অনলাইনে পড়তে বা ডাউনলোড করতে পারবেন)
SATT Academy–এর মাধ্যমে সহজে পড়াশোনা করুন, ভিডিও দেখুন, লাইভ টেস্ট দিন এবং PDF ডাউনলোড করে রিভিশন করুন।
বিজ্ঞান শিখুন মজাদার ও ফলপ্রসূ উপায়ে!
🔬 SATT Academy – আপনার আধুনিক ও সহজ শিক্ষার সঙ্গী।
সাইক্লোন কী?
(জ্ঞানমূলক)বৈশ্বিক উষ্ণতা ব্যাখ্যা কর।
(অনুধাবন)উদ্দীপকে উল্লিখিত ঘূর্ণিঝড় কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
(প্রয়োগ)নওশাদ মিয়া ঘুর্ণিঝড়ের কবল হতে রেহাই পাওয়ার জন্য কী কী পদক্ষেপ নিতে পারতেন? বিশ্লেষণ কর।
(উচ্চতর দক্ষতা)খরা কী?
(জ্ঞানমূলক)বাংলাদেশ ঘূর্ণিঝড়-কবলিত দেশ হওয়ার কার ণব্যাখ্যা কর।
(অনুধাবন)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?