অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির Typical Floor Plan এ টেক্সট লিখন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
1

অঙ্কন প্রণালি: অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির Typical Floor Plan এ টেক্সট লিখনের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে কমান্ড প্যানেলের নির্দেশাবলি ব্যতীত কাজ করার জন্য যে কমান্ড অনুসরণ করতে হয় ও লিখতে হয় তা সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

টেক্সট লিখার জন্য কমান্ডসমূহ:

  • Dt লিখে এন্টার
  • ড্রয়িং এরিয়ার যে কোনো বিন্দুতে ক্লিক,
  • অক্ষরের উচ্চতার মাপ (এখানে ১০ নেয়া হয়েছে) লিখে এন্টার [প্ল্যানটি বড় বলে ছোট অক্ষর লিখলে সম্পূর্ণ প্ল্যানটি দেখার সময় টেক্সট বা Word সমূহ বোঝা যাবে না।]
  • রোটেশন অ্যাঙ্গেল শূন্য (0) লিখে এন্টার করতে হবে
  • এবার কী-বোর্ডের ক্যান্স লক (Caps Lock) অন করে প্রয়োজনীয় টেক্সট বা Word লিখে নিতে হবে। একটি শব্দ (Word ) যেমন – Bed, লিখার পর এন্টার করে অন্য শব্দ লিখতে হবে। সব Word লিখা হলে দুইবার এন্টার করে কমান্ড শেষ করতে হবে।
  • সব Word একবারে লিখে রাখলে পরে যুক্ত করে প্রতিটি রুমে নিয়ে বসাতে হবে। মুক্ত করার জন্য:
    • M লিখে এন্টার বা মডিফাই টুলবারের আইকনে ক্লিক,
    • শব্দ বা Word এর উপর ক্লিক করে বা সিলেক্ট করে এন্টার,
    • Word এর উপর ক্লিক করে যেই রুমে বা স্থানে বসাতে হবে সেখানে নিম্নে ক্লিক করতে হবে ।
  • একটি ইউনিটে সকল টেক্সট লিখা হলে নিচের চিত্রের মত Word সমূহ যুদ্ধ করে বসাতে হবে। (চিত্র-২.৪.১)।
  • ইউনিটের সকল টেক্সট বা রুমের নামকে নিচে আরেকটি কপি করে নিতে হবে। একটি শব্দকে দুইবার ক্লিক করে সিলেক্ট করে এডিট করতে বা মাপ লিখতে হবে। এভাবে সকল রুমের মাপ লিখতে হবে। অথবা প্রতিটি মাপ রুমের নামের মত লিখে যুক্ত করে এনে বসানো যায়। (চিত্র-২.৪.১)।
  • মাপ লেখার পর প্ল্যানটির একটি ইউনিট নিচের চিত্রের (চিত্র-২.৪.২) মত দেখা যাবে। এবার মিরর করে সব টেক্সট সিলেক্ট করে সকল ইউনিটে নাম ও মাগ বসানো যাবে। সাধারণত: মিরর করলে টেক্সট উল্টা হয়ে বসে। টেক্সট মিরর করে সোজা ভাবে বসানোর জন্য—
    • Mintext লিখে এন্টার
    • শূন্য (0) লিখে এন্টার
    • এবার মিরর কমান্ড দিয়ে টেক্সট মিরর করতে হবে।
  • প্রথমে সব রুমের নাম সিঁড়ির ডানের মধ্যের কলামের উপরের বিন্দু বা ইউনিটের মাঝের ওয়াল থেকে একটু উপর বরাবর মিরর করতে হবে।
  • এর পর সব মাপ সিলেক্ট করে ইউনিটের মাঝের ওয়াল থেকে একটু নিচ বরাবর মিরর করতে হবে। এতে রুমের নামের একটু নিচে মাপ লিখা বা মিরর হবে (চিত্র-২.৪.৩)। নতুবা একত্রে মিরর করলে সকল মাপ রুমের নামের উপরে লিখা হবে।
  • মিরর না করলে কপি করেও রুমের নাম ও মাপ লিখা যায়।
  • সকল রুমের নাম ও মাপ লিখলে রুমের আকার সঠিক বোঝা যায় না। এজন্য একই রকম ইউনিটের ক্ষেত্রে একটি ইউনিটে রুমের নাম ও মাপ লিখে অন্য একটি ইউনিটে শুধু রুমের নাম লিখে দেয়া হয় (চিত্র ২.,8,8) |
  • এরূপ চারটি ইউনিট হলে কখনও কখনও তৃতীয় ইউনিটে আসবাব লে-আউট দেখিয়ে বাকি বা চতুর্থ ইউনিট ফাকা রাখা হয় ।
  • এবার চিত্রের (চিত্র-২.৪.৪) মত নর্থ চিহ্ন এঁকে নিতে হবে।
Content added By
Promotion