এসএসসি(ভোকেশনাল) -
আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ -
দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) |
| NCTB BOOK
অঙ্কন প্রণালী: অটোক্যাড শিটে (RAJUK Sheet) টাইটেল বক্স এঁকে টেক্সট লিখার জন্য় প্রয়োজনীয় কমাণ্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল -
রাজউক শটে (RAJUK Sheet) টাইটেল বক্স এর জন্য লাইন কমান্ড দিয়ে টাইটেল বক্সটি এঁকে নিতে হবে। টেক্সট লেখার জন্য Dt লেখে এন্টার করে Text Height বা ০.১২৫ লিখে এন্টার করে হবে।
এবার প্রয়োজনীয় সব টেক্সট লিখে দুইবার এন্টার করে কমান্ড থেকে বের হতে হবে।
টাইটেল বক্সে যে সকল তথ্যাদি অবশ্যই থাকতে হবে তা নিম্নরুপ-