অনুশীলনী

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - কৃষিশিক্ষা - বনায়ন | NCTB BOOK
202

শূন্যস্থান পূরণ কর

ক. বাংলাদেশের সব জেলাতেই ………………………. চাষ হয়।
খ. বাঁশগাছে একশত বছরে একবার ………………………. ও ………………………. হয়।
গ. কাঁঠাল একটি বহুবিধ ব্যবহার ………………………. উদ্ভিদ।
ঘ. আমাদের বনজ সম্পদের পরিমাণ শতকরা ………………………. ভাগ।
ঙ. ………………………. আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কাজে লাগে।

মিলকরণ
বামপাশডানপাশ

১.

২.

৩.

৪.

৫.

পত্রঝরা

দ্বিবীজপত্রী উদ্ভিদ

বহুবর্ষজীবী কাষ্ঠল ঘাস

কাঠের রং লাল হলুদ

চিরহরিৎ উদ্ভিদ

তেঁতুল

বাঁশ

মেহগনি

আম

কাঁঠাল

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

ক. বনায়ন কাকে বলে?
খ. ভেষজ উদ্ভিদ কাকে বলে?
গ. কোন জমিতে মেহগনি ভালো জন্মে?
ঘ. বাঁশের বংশবৃদ্ধির পদ্ধতিগুলো কী কী?

রচনামূলক প্রশ্ন

ক. মেহগনি গাছের চাষ পদ্ধতি বর্ণনা কর।
খ. কাঁঠাল গাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. বাঁশ গাছের ব্যবহার বর্ণনা কর।
ঘ. গুটি কলম পদ্ধতিটি বর্ণনা কর।

বহুনির্বাচনি প্রশ্ন

১. প্যাকেজিং বাক্স তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয়?
ক. কদম
খ. শিমুল
গ. কেরোসিন
ঘ. ছাতিম

২. নিম গাছের পত্রফলকগুলো-
i. লম্বাটে
ii. ডিম্বাকৃতির
iii. বর্ণাকৃতির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও
রহিম ও করিম দুই বন্ধু। তাঁরা দুজন উন্নত ফার্নিচার তৈরির উদ্দেশ্যে একই জাতীয় এবং মিহি আঁশের বনজ গাছের ২টি ভিন্ন ভিন্ন গুঁড়ি ক্রয় করলেন। একই কাঠমিস্ত্রি দিয়ে ফার্নিচার তৈরির পর দেখা গেল করিমের ফার্নিচারে কাঙ্ক্ষিত রং গাঢ় কালচে হলেও রহিমের ফার্নিচারের রং লালচে খয়েরি হয়েছে। এতে রহিমের মন খারাপ হয়ে গেল।

৩. রহিম ও করিমের ক্রয় করা গাছটি ছিল-
ক. সেগুন
খ. কাঁঠাল
গ. মেহগনি
ঘ. আকাশমনি

৪. করিমের ফার্নিচার উন্নত হওয়ার কারণ গাছটির গুঁড়ি-
i. বেশি পরিপক্ব ছিল
ii. মিহি আঁশের ছিল
iii. খুব সুন্দর পলিশ নিয়েছিল।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন

১. পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাজিদ প্রায়ই পেটের অসুখ ও চর্মরোগে ভোগে। গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এলে দাদা সাজিদকে তাঁর বাগানের একটি গাছের পাতা এবং বাকলের রস খাওয়ান ও শরীরে লাগিয়ে দেন। এতে সে সুস্থ হয়ে উঠে। এ ছাড়া দাদা সাজিদকে তাঁর বাড়ির বিশেষ একটি ফলের বাগানও ঘুরিয়ে দেখান। সাজিদকে তাঁর দাদা আকারে সর্বাপেক্ষা বড় ও বিশেষ গুণসম্পন্ন ঐ ফলটি সম্পর্কে ধারণা দেন।
ক. মেহগনি গাছের একটি প্রজাতির নাম লেখ।
খ. বাঁশকে নির্মাণ সামগ্রী বলার কারণ ব্যাখ্যা কর।
গ. সাজিদের দাদার বাগানের ঐ ফলটি বিশেষ গুণসম্পন্ন কেন, কারণ ব্যাখ্যা কর।
ঘ. গ্রামীণ জনস্বাস্থ্য ও পরিবেশবান্ধব কৃষিতে সাজিদের ব্যবহার করা গাছটির উপযোগিতা বিশ্লেষণ কর।

২.

ক. পত্রঝরা উদ্ভিদ কাকে বলে?
খ. কাঁঠাল গাছকে বন্যামুক্ত স্থানে রোপণ করতে হয় কেন ব্যাখ্যা কর।
গ. উপরের চিত্রে প্রদর্শিত ক ও খ এর মধ্যে কোন পদ্ধতিটি কৃত্রিমভাবে বংশবিস্তারে ব্যবহার করা হয় তা ব্যাখ্যা কর।
ঘ. কৃষিজ সামগ্রী নির্মাণ কাজে চিত্রে প্রদর্শিত উদ্ভিদটির ভূমিকা মূল্যায়ন কর।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...