অনুশীলনী (২.২)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - গণিত - সমানুপাত ও লাভ-ক্ষতি | NCTB BOOK
1.1k
Summary

নিচে প্রশ্নগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হলো:

  1. ৫ মিটার কাপড় কিনে ২২৫ টাকা প্রতি মিটার দরে বিক্রি করলে লাভ হবে ২৫০ টাকা।
  2. ৫ ডজন কমলা কিনে ৫০ টাকা প্রতি হালি দরে বিক্রি করলে ক্ষতি হবে ৩০০ টাকা।
  3. ৫০ কেজি চাউল কিনে ৪৪ টাকা কেজি দরে বিক্রি করলে ৩০০ টাকা ক্ষতি হবে।
  4. ৫২ টাকায় দুধ কিনে ৫৫ টাকায় বিক্রি করলে শতকরা ৫.77% লাভ হবে।
  5. ৮ টাকায় চকলেট কিনে ৮.৫০ টাকায় বিক্রি করে ২৫ টাকা লাভ হলে মোট ১০টি চকলেট ক্রয় করা হয়েছিল।
  6. ২০০০ টাকা লাভ করতে ১৫ মিটার কাপড় কিনলে প্রতি মিটার ১২৫ টাকা দরে ১৬ মিটার কাপড় ক্রয় করা হয়েছিল।
  7. ১৯০ টাকায় ক্রয় করে ১৭৫ টাকায় বিক্রি করলে ৭.89% ক্ষতি হয়।
  8. ২৫ মিটার কাপড় কিনে ২০ মিটার বিক্রি করলে ২০% ক্ষতি হয়।
  9. ৫ টাকায় ৮টি আমলকি কিনে ৫ টাকায় ৬টি বিক্রি করলে ২৫% ক্ষতি হয়।
  10. গাড়ির বিক্রয়মূল্য ক্রয়মূল্যের সমান হলে ২৫% ক্ষতি হবে।
  11. ৪০০ টাকায় বিক্রি করে ৮০ টাকার ক্ষতি হলে, ক্রয়মূল্য ৪৮০ টাকা।
  12. ৬২৫ টাকায় ১০% ক্ষতি হলে ৬৯ ريال টাকায় বিক্রি করলে ১০% লাভ হবে।
  13. ১৫ মিটার লাল ফিতা কিনে বিক্রেতাকে ৫০০ টাকার নোট দিলে দোকানিকে ১৫ টাকার ফেরত দিতে হবে।
  14. বাংলাদেশি ১ টাকা সমান ভারতীয় ০.৮৫ রুপি হলে ভারতীয় ৪২,৫০০ রুপির জন্য বাংলাদেশের ৫০,۰۰০ টাকা প্রয়োজন হবে।
  15. বর্ষিক আয়ের প্রথম ২৫০০০০ টাকার জন্য আয়কর ০% থাকায়, নীলিম মাসে ১০০ টাকা কর বাবদ পরিশোধ করেন।

১। একজন দোকানদার প্রতি মিটার ২০০ টাকা দরে ৫ মিটার কাপড় কিনে প্রতি মিটার ২২৫ টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে?

২। একজন কমলাবিক্রেতা প্রতি হালি ৬০ টাকা দরে ৫ ডজন কমলা কিনে প্রতি হালি ৫০ টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে?

৩।রবি প্রতি কেজি ৪০ টাকা দরে ৫০ কেজি চাউল কিনে ৪৪ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভবা ক্ষতি হবে?

8।প্রতি লিটার মিল্কভিটা দুধ ৫২ টাকায় কিনে ৫৫ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?

৫।প্রতিটি চকলেট ৮ টাকা হিসেবে ক্রয় করে ৮-৫০ টাকা হিসেবে বিক্রয় করে ২৫ টাকা লাভ হলো, মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল?

৬।প্রতি মিটার ১২৫ টাকা দরে কাপড় ক্রয় করে ১৫০ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের ২০০০ টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন?

৭।একটি দ্রব্য ১৯০ টাকায় ক্রয় করে ১৭৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

৮।২৫ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, সেই মূল্যে ২০ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভবা ক্ষতি হবে?

৯।৫ টাকায় ৮টি আমলকি ক্রয় করে ৫ টাকায় ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

১০। একটি গাড়ির বিক্রয়মূল্য গাড়িটির ক্রয়মূল্যের অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় কর।

১১। একটি দ্রব্য ৪০০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৪৮০ টাকায় বিক্রয় করলে, তার তিনগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় কর।

১২। একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

১৩। মাইশা প্রতি মিটার ২০ টাকা দরে ১৫ মিটার লাল ফিতা ক্রয় করল। ভ্যাটের হার ৪ টাকা। সে দোকানিকে ৫০০ টাকার একটি নোট দিল। দোকনি তাকে কত টাকা ফেরত দেবেন?

১৪। মি. রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি ১ টাকা সমান ভারতীয় ০.৮৫ রুপি হয়, তবে ভারতীয় ৪২,৫০০ রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে?

১৫। নীলিম সাহেব একজন চাকরিজীবী। তাঁর মাসিক মূলবেতন ২২,২৫০ টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয়কর ০ (শূন্য) টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার ১০ টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন?

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...