আর্চ, লিপ্টেল ও সানশেড

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
Please, contribute by adding content to আর্চ, লিপ্টেল ও সানশেড.
Content

আর্চ

দেয়ালের ফাঁকা অংশে বা দরজা জানালা নির্মাণের সময় ফাঁকা স্থানের উপরের অংশের লোড বহনের জন্য অর্ধবৃত্তাকার বা আংশিক বৃত্তাকার ইট বা পাথরের গাঁধুনিকে আর্ট বা থিলান বলে। এটি ইট বা পাথর ব্লক মসলা দিয়ে এমন ভাবে নির্মিত যে উপরের লোড পারস্পরিক চাপের মাধ্যমে পার্শ্বের দেয়াল বা সাপোর্টের উপর সঞ্চালিত বা আপতিত হয়।

নিম্নলিখিত ক্ষেত্রে আর্চ নির্মাণ করা হয়-

  • যেখানে উপরস্থ লোড বেশি
  • যেখানে স্প্যান বৃহত্তর
  • শক্তিশালী এবাটমেন্ট পাওয়ার জন্য
  • বিশেষ স্থাপত্যিক সৌন্দর্যের জন্য
Content added By

আর্চকে প্রধানত তিন ভাবে শ্রেণিবিন্যাস করা হয়ে থাকে

আর্চকে প্রধানত তিন ভাবে শ্রেণিবিন্যাস করা হয়ে থাকে-

  • আকার অনুযায়ী (According to shape)
  • আর্চের কেন্দ্রের সংখ্যা অনুযায়ী (According to the Number of Centers )
  • আর্চের নির্মাণ উপকরণ অনুযায়ী (According to the Materials of Construction)
Content added By

প্রতিটি আর্চের প্রকারভেদ ও ব্যবহার নিম্নরূপ

Content added By

একটি অর্ধ-বৃত্তাকার আর্চের বিভিন্ন অংশ নিম্নরূপ

একটি অর্ধ-বৃত্তাকার আর্চের বিভিন্ন অংশ নিম্নরূপঃ

a. ভওসার (Voussiors)b. কী-স্টোন (Key- stone)
c. স্কিউ ব্যাক (Skew Back )d. ইন্ট্রাডোজ (intrados)
e. এক্সট্রাডোজ (Extrados )f. সফিট (Soffit)
g. ব্যাক (Back)h. ক্রাউন (Crown)
i. স্প্রেন্ডিল( Spandrel)j. স্প্রিংগিং পয়েন্ট (Springing Point)
1. স্প্রিংগিং লাইন (Springing Line )l. স্প্রিংগার (Springer)
m. আর্চ রিং (Arch Ring)n. এবাটমেন্ট (Abutment )
o. পায়ার (Pier)p. হানচ (Hunch)
q. স্প্যান ( Span)r. রাইজ (Rise)
s. ডেপথ বা হাইট (Depth or Height) 

চিত্রঃ একটি অর্ধ-বৃত্তাকার আর্চের বিভিন্ন অংশ

Content added By

লিন্টেল

Please, contribute by adding content to লিন্টেল.
Content

লিন্টেল

দেয়ালে ফাঁকা স্থানের উপরের বা দরজা-জানালা নির্মাণের জন্য ফাঁকা স্থানের উপরের গাঁধুনি নির্মাণের জন্য প্রথমে ফাঁকা স্থানের উপরে এক ধরনের অনুভূমিক কাঠামো নির্মাণ করা হয়। এই অনুভূমিক কাঠামোটি উপরস্থ লোডকে বহন করে পার্শ্ব দেয়ালে স্থানান্তর করে বা ছড়িয়ে দেয়। এই অনুভূমিক কাঠামোটিকেই লিন্টেল বলে। অর্থাৎ যে অনুভূমিক কাঠামোর সাহায্যে দরজা জানালার ফাঁকা স্থানের উপরস্থ লোডকে বহন করে পাশের দেয়ালে ছড়িয়ে দেয়া হয় তাকে লিস্টে বলে। এটি আয়তকার থাকে ফলে এর উপর কাঠামো নির্মাণ সহজ হয় এবং দরজা জানালার ফ্রেম সহজেই বসানো যায়। লিন্টেল দুই পাশের দেয়ালের ভিতরে কিছুটা ঢুকানো থাকে। সাধারণত লিন্টেলের গভীরতার সমান বা ১০ সেমি। কিংবা স্প্যানের ১০ বা ১২ ভাগের ১ ভাগ পর্যন্ত হয়। লিন্টেলের গভীরতা সাধারণত প্যানের প্রতি ফুটের জন্য এক ইঞ্চি বা ১৫ সেমি ধরা হয়।

Content added || updated By

লিন্টেলের প্রকারভেদ ও ব্যবহার

উপাদানের ভিত্তিতে লিন্টেল বিভিন্ন প্রকারের হয়-

১. কার্ডের লিস্টে (Timber Lintel): স্বল্প ব্যয় সাপেক্ষ ও সহজলভ্য ক্ষেত্রে, হালকা কাজে, অপেক্ষাকৃত ছোটো স্প্যানের জন্য। অগ্নিরোধী নয় বলে এর বর্তমান ব্যবহার কম।

 

২. পাথরের লিন্টেল (Stone Lintel) : পাহাড়ি এলাকার পাথর সহজলভ্যতার জন্য, পাথরের দেয়ালে, সৌন্দর্যবর্ধনে।

৩. ইটের লিন্টেল (Brick Lintel): ১ মিটারের চেয়ে কম স্প্যানের জন্য, স্বল্প ব্যয় সাপেক্ষ ও সহজলভ্য ক্ষেত্রে, হালকা কাজে, ফেসিং গ্রিক-এর কাঠামোতে বন্ডিং প্রদর্শনে, সৌন্দর্য্যবর্ধনে।

স্টিলের লিন্টেল (Steel Lintel): দীর্ঘ স্প্যানের জন্য আপতিত লোড বেশি হলে।

আরসিসি, লিন্টেল (RCC Lintel): প্রায় সব ক্ষেত্রেই বর্তমানে ব্যবহৃত হয়।

৬. আরবি, লিন্টেল ইটের লিন্টেলের ন্যায় কিন্তু স্প্যান বাড়ানোর জন্য স্টিল বা রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। (RB. Lintel)

Content added || updated By

সানশেড

Please, contribute by adding content to সানশেড.
Content

সানশেড

বিল্ডিং বা ভবনে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করানারে জন্য জানালা বা ফাঁকা (Opening) রাখা হয়। প্রচুর জানালা বা খোলামেলা থাকলে কক্ষে স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক অবস্থা বিরাজ করে। কিন্তু মধ্যাহ্নের বা অপরাহের প্রখর সূর্যের তাপে কক্ষ প্রচণ্ড উত্তপ্ত হয়ে অসহনীয় অবস্থার সৃষ্টি করে। এজন্য "সূর্যালোক বা ভাগ আড়াল করার জন্য জানালা বা ফাঁকা স্থানের উপর বা পাশে অনুভূমিক বা কৌণিক বা খাড়া ভাবে এক প্রকার কাঠামো নির্মাণ করা হয় একে সামনেড বলে। "

প্রখর রোদ থেকে বাঁচার জন্য মানুষ যেমন সানগ্লাস ব্যবহার করে ঠিক তেমনি ভবনকে অতিরিক্ত রোদ থেকে বাঁচানোর জন্য সানশেড ব্যবহার করা হয়। এতে শুধু রোদ থেকেই রক্ষা পাওয়া যায় না বৃষ্টি থেকেও কিছুটা রক্ষা পাওয়া যায়।

Content added || updated By

সানশেডের প্রকারভেদ

সানশেড আকৃতিভেদে বিভিন্ন প্রকারের হয়:

  • অনুভূমিক (Horizontal Types)
  • কৌণিক (Angular Types )
  • খাড়া বা উলৰ (Vertical Types)
  • অ্যাডজাস্টেবল বা সমন্বয়যোগ্য (Adjustable Types)
  • এগক্রেট (Eggcrate Types)
  • গোলাকার (Round or Hermispherical Types)
Content added By

সানশেডের ব্যবহার

সানশেড অনুভূমিক সানশেড (Horizontal Types): প্রায় সব ধরনের ভবনে সর্বত্রই ব্যবহার করা হয়, তবে বৃষ্টিবহুল এলাকায় বা যেখানে বরফ পড়ে সেখানে না ব্যবহার করাই ভালো।

কৌণিক বা ঢালু, সানশেড (Angular or Slope Types ):  বৃষ্টিবহুল এলাকার বা যেখানে বরফ পড়ে সেখানে ব্যবহার করা হয়, এটি ঢালু বলে ড্রেনেজ সুবিধা পাওয়া যায়। সৌন্দর্য্যবর্ধনে বা স্থাপত্যিক প্রয়োজনে ব্যবহার করা হয়।

 

খাঁড়া বা উলম্ব সানশেড (Vertical Types) বা লুভার ( Louver): সৌন্দর্য্যবর্ধনে, বা স্থাপত্যিক প্ররোজনে, খাড়া বড় ফাঁকা বা Opening এর শেষ দিতে ব্যবহার করা হয়। 


খাড়া বা উলম্ব সানশেড (Vertical Types) বা সুতার (Louver): সৌন্দর্য্যবর্ধনে, বা স্থাপত্যিক প্রয়োজনে, খাড়া বড় ফাঁকা বা Opening এর শেড দিতে ব্যবহার করা হয়।

 

এডজাস্টেবল বা সময়যোগ্য সানশেড (Adjustable Types) : যেখানে জলবায়ু চরমভাবাপন্ন বা সূর্যরশ্মি অপরাহ্ন পর্যন্ত অধিক ভাগ ছড়ার সেক্ষেত্রে, সৌন্দর্যবর্ধনে ব্যবহার করা হয়।

 

এগক্রেট সানশেড (Eggcrate Types): গ্লাস কার্টেন ওয়ালে (Glass curtain Wall), অতিরিক্ত সৌরতাপ হয় এরূপ এলাকায়, বড় ফাঁকা বা Opening এ ব্যবহার করা হয়।

 

গোলাকার সানশেড (Round or Hemispherical Types ) : বৃষ্টিবহুল এলাকায় বা যেখানে বরফ পড়ে সেখানে ব্যবহার করা হয়, সৌন্দর্যবর্ধনে, বা স্থাপত্যিক প্রয়োজনে কিংবা বড় ফাঁকা বা Opening পাওয়ার জন্যও ব্যবহার করা হয় ।

Content added By

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ 

১. আর্চ কাকে বলে? 

২. আর্চ কেন ব্যবহার করা হয়? 

৩. আর্চকে প্রধানতঃ কত ভাবে শ্রেণিবিন্যাস করা হয়ে থাকে? 

৪. পাথরের আর্চ কত প্রকার ও কী কী? 

৫. লিন্টেল কী? 

৬, সানশেড কী?

 

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১. আকার আকৃতি অনুযায়ী আর্চ কত প্রকার ও কী কী? 

২. ইটের আর্চ কত প্রকার ও কী কী? 

৩. সানশেড কত প্রকার ও কী কী?

৪. লিন্টেল ও সানশেড কেন ব্যবহার করা হয়?

 

রচনামূলক প্রশ্নঃ

১. কেন্দ্রের সংখ্যার উপর ভিত্তি করে আর্চের প্রকারভেদ বর্ণনা কর । 

২. একটি অর্ধবৃত্তাকার আর্চের চিত্র এঁকে বিভিন্ন অংশের নাম লেখ । 

৩. বিভিন্ন প্রকার লিন্টেলের ব্যবহার বর্ণনা কর ।

Content added || updated By
Promotion