একটি কোণকে সমত্রিখন্ডিত করা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
  • ABC একটি কোণ দেয়া আছে। একে সমত্রিখন্ডিত করতে হবে।
  • B বিন্দুতে একটু বড় যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে
  • পূর্বের নিয়মানুযায়ী ABC কোণকে Z বিন্দুতে সমদ্বিখণ্ডিত করা হবে।
  • এবার a ও b যোগ করলে Bc রেখার d বিন্দুতে ছেদ করবে
  • ad সমান ব্যাসার্ধ নিয়ে d বিন্দুতে একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। যা Bc সরল রেখার বিন্দুতে ছেদ করবে।
  • ad সমান ব্যাসার্ধ নিম্নে a ও b বিন্দুতে দুটি বৃত্তচাপ অঙ্কন করলে অর্থবৃটি g h বিন্দুতে সমান তিনটি ভাগে ভাগ হবে।
  • ae যোগ করে ae সমান অংশ Be সরল রেখার উপর d বিন্দু থেকে df কেটে নিতে হবে।
  • এবার বিন্দু থেকে g h বিন্দুতে সরল রেখা টানলে রেখার azb বৃত্তচাপকে x ও y বিন্দুতে ছেদ করবে।
  • <ABX <xBy <yBC কোন তিনটি ABC কোপকে সমত্ৰিশক্ষিত করেছে
Content added By
Promotion