কোয়েলের সুষম রেশন তৈরি

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
3

কোয়েলের সুষম রেশন তৈরি

কোরেলের স্ট্যান্ডার্ড রেশম বাজারে সহজলভ্য নর। ফোরেলের রেশমকে ২ ভাগ ভাগ করা যায়।

জন্মদিন থেকে তিন সপ্তাহ বয়স পর্যন্ত এক ধরনের খাবার দিতে হবে। যাতে ২৫-২০% ক্রুড প্রোটিন এবং ২৮০০-২৯০০ কিলোক্যালরি/কেজি বিপাকীয় শক্তি থাকতে হবে।

০-৩ সপ্তাহ বয়স পর্যন্ত প্রতি ১০০ কেজি খাদ্যে ভিটামিন মিনারেল প্রিমিক্সি ১৫০ গ্রাম এবং ৪ সপ্তাহ বয়স থেকে শেষ দিন পর্যন্ত ১০০ গ্রাম ভিটামিন মিনারেল প্রিমিক্স উত্তমরূপে মিশিয়ে খাওয়াতে হবে।

 

                      বয়স অনুযায়ী কোয়েলের খাদ্য গ্রহণের পরিমাণ

 

শ্রেণির তাত্ত্বিক কাজ

১০০ কেজি কোয়েলের স্টার্টার রেশন তৈরি কর যার ২৫-২৬% ক্রুড প্রোটিন এবং ২৮০০-২৯০০ কিলোক্যালরি/কেজি বিপাকীয় শক্তি থাকে ।

 

 

Content added By
Promotion