জব ৮ঃ ব্রেড বোর্ডে সিরিজ ও প্যারালাল সার্কিট তৈরি করা

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
3

জব ৮: ব্রেড বোর্ডে সিরিজ ও প্যারালাল সার্কিট তৈরি করা

পারদর্শিতার মানদন্ড

স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা
প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা
ব্রেড বোর্ডে সিরিজ ও প্যারালাল সার্কিট তৈরি করা
কাজ শেষে ওয়ার্কশপের নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা
অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা
ওয়েস্টেজ এবং ক্র্যাপ নির্ধারিত স্থানে ফেলা কাজের শেষে চেক লিস্ট অনুযায়ী টুলস ও মালামাল জমা দেয়া

(গ) কাজের ধারা
১। সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। ২। সিরিজ সার্কিট তৈরি করো।
ক. একটি রেজিস্টরকে ব্রেড বোর্ডের A1ও A4 পয়েন্টে যুক্ত কর;
খ. একটি LED কে ব্রেড বোর্ডের B4 ও B6 পরেন্টে যুক্ত কর; গ. অন্য আরেকটি রেজিস্টরকে ব্রেড বোর্ডের A6 ও A8 পয়েন্টে
যুক্ত কর খ. অন্য LED কে ব্রেড বোর্ডের BS ও B10 পয়েন্টে যুক্ত কর;
৫. এবার ফেজ লাইনটি C1 ও নিউট্রাল লাইনকে C10 পয়েন্টে যুক্ত
কর;

৩। প্যারালাল সার্কিট তৈরি কর।
ক. একটি LED কে ব্রেড বোর্ডের A1 ও A4 পয়েন্টে যুক্ত কর; খ. অন্য একটি LED কে ব্রেড বোর্ডের B1 B4 পয়েন্টে যুক্ত
কর
গ. একটি রেজিস্টরকে ব্রেড বোর্ডের C4 ও নিউট্রাল লাইনের সাথে
যুক্ত কর; ম. ব্রেড বোর্ডের C1 এ ফেজ লাইন যুক্ত করো।

কাজের সতর্কতা

• অবশ্যই নিরাপত্তা মূলক সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হবে
• কাজটি করতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই শিক্ষক/ট্রেইনারকে জানাতে হবে

আত্মপ্রতিফলন 

ব্রেড বোর্ডে সিরিজ ও প্যারালাল সার্কিট তৈরি করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

 

Content added By
Promotion