ড্রয়িং শিট স্থাপন করে শিরানাম লিখন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

১.১-১.৪: ড্রয়িং বোর্ডের উপর শিট স্থাপন করে বর্ডার লাইন অঙ্কন ও শিরোনাম লিখন ।

প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামাল: পেনসিল, ইরেজার, স্কচটেপ, সেটস্কয়ার, প্যারালাল বার বা টী স্কয়ার, ড্রয়িং শিট, ডাস্টার, স্কেল, ড্রয়িং বোর্ড ।

অঙ্কনপ্রনালিঃ 

প্রথমে ড্রয়িং বোর্ডটিতে ডাস্টার এর সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

এবার নির্দিষ্ট মাপের ড্রয়িং শিট নিয়ে বোর্ডের উপর রেখে প্যারালাল বারের নিচের কিনারের  সোজা করে মিলিয়ে নিতে হবে (চিত্র-১.১)।

নিচের ধার সাজো হয়ে মিলিয়ে চার কোণায় স্কচ টেপ দিয়ে কোনাকুনি করে আটকাতে হবে (চিত্র-১.২)।

এবার শিটের বাম দিকে 1" বা " এবং অন্য তিন দিকে ¼ " করে ফাঁকা করে সেট করার ও প্যারালাল বারের সাহায্যে বর্ডার লাইন আঁকতে হবে (চিত্র-১.৩)।

শিরোনাম (Title) ছকের জন্য নীচে 1" ফাঁকা করে বর্ডার লাইনের ভিতরে লাইন আঁকতে হবে (চিত্র-১.৩)।

এবার প্রয়োজনীয় তথ্যাদি ছকে লিখতে হবে (চিত্র-১.৪)। [চিত্রে শিক্ষার্থীদের জন্য একটি নমুনা ছক দেখানো হয়েছে, এটি ব্যক্তি বিশেষে পছন্দ অনুযায়ী আলাদা হতে পারে।]

চিত্র-১.৪: শিরোনাম (Title) হকে যা লিখতে হবে তার নমুনা

ড্রয়িং শিট-এ এরূপ বর্ডার ও শিরোনাম প্রতিটি কাজেই প্রয়োজন বলে এক সাথে অনেকগুলো তৈরি করে রাখা যায়। এতে ড্রয়িং করার সময় দ্রুত কাজ করা যায়।

Content added By
Promotion