তাঁতের বিভিন্ন অংশ সঠিকভাবে স্থাপন ।

এসএসসি(ভোকেশনাল) - উইভিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

ভূমিকা 
হস্তচালিত অথবা শক্তিচালিত উভয় তাঁতই চালনা করার পূর্বে তাঁতের বিভিন্ন অংশ সঠিকভাবে আছে কি না তা পরীক্ষা করে দেখতে হবে এবং প্রতিটি অংশ সঠিকভাবে স্থাপন করতে হবে। যেমন- শাটেল বক্সে আছে কিনা, শাটেল এর মধ্যে সুতাপূর্ণ পার্ন ঠিক আছে কিনা, পিকার, পিকিং, স্ট্যাপ, ঝাঁপের পজিশন ইত্যাদি যথাযথ থাকার পরই তাঁত চালনা করা উচিত।

তাঁতের বিভিন্ন অংশ 
o শাটেল 
০ পিকার 
০ চেক স্ট্র্যাপ এসেম্বলি 
০ বাফার 
০ সাটেল বক্স 
o বক্স সুয়েল 
0 ঝাঁপ 
০ রিড 
০ টেম্পল
০ দক্তি 
০ লেট অফ 
O টেক আপ 
০ ট্যাপেট / ওয়াইপার ইত্যাদি

তাঁতের বিভিন্ন অংশ সঠিকভাবে স্থাপন 
ত্রুটিমুক্ত সঠিক উৎপাদন পেতে হলে এজন অভিজ্ঞ তাঁতি তাঁত চালনার পূর্বে তাঁতের উপরোক্ত সমস্ত অংশ যথাযথভাবে পরীক্ষা করে সঠিকভাবে স্থাপন করা আছে কিনা তা দেখে নেন। যদি কোন অংশ সঠিক না থাকে তা তাৎক্ষণাৎ ঠিক করে তবে তাঁত চালু করতে হবে। এখন তাঁত কাপড় উৎপাদনের জন্য প্রস্তুত হলো।

সতর্কতা - 
০ তাঁতের প্রতিটি অংশ সঠিক না হলে তাঁত চালনা করা উচিত নয় । 
০ তাঁত চালনার পূর্বে অবশ্যই সব অংশ পরীক্ষা করা উচিত।

উপসংহার / মন্তব্য -

Content added By
Promotion