|
|
|
| কোটি | নিযুত | লক্ষ | অযুত | হাজার | শতক | দশক | একক |
বিলিয়ন | মিলিয়ন | হাজার | শতক | দশক | একক | ||||||
১১১ | ১১১ | ১১১ | ১ | ১ | ১ | ||||||
লক্ষ করি :
- মিলিয়নের ঘরে সর্বডানের ১ এর স্থানীয় মান ১ মিলিয়ন। দেশীয় রীতিতে এ ঘরটি হলো নিযুতের ঘর। অর্থাৎ, এ ঘরে ১ এর স্থানীয় মান ১ নিযুত বা ১০ লক্ষ।
- বিলিয়নের ঘরের সর্বডানের ১ এর স্থানীয় মান ১ বিলিয়ন। কিন্তু দেশীয় রীতিতে এ ঘরের ১ এর স্থানীয় মান ১০০ কোটি।
সুতরাং আমরা পাই,
| ১ মিলিয়ন = ১০ লক্ষ ১ বিলিয়ন = ১০০ কোটি |
উদাহরণ ৫। আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখ: ২০৪৩৪০৪৩২০০৪।
সমাধান: ডানদিক থেকে তিন অঙ্ক পর পর কমা বসিয়ে আমরা পাই, ২০৪,৩৪০,৪৩২,০০৪।
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়:
দুইশ চার বিলিয়ন তিনশ চল্লিশ মিলিয়ন চারশ বত্রিশ হাজার চার।
উদাহরণ ৬।
(ক) ৫ মিলিয়নে কত লক্ষ?
(খ) ৫০০ কোটিতে কত বিলিয়ন ?
সমাধান :
(ক)
১ মিলিয়ন = ১০ লক্ষ
৫ মিলিয়ন = (৫ × ১০) লক্ষ = ৫০ লক্ষ।
(খ)
১০০ কোটি = ১ বিলিয়ন
১ কোটি = (১ ১০০) বিলিয়ন
৫০০ কোটি = (৫০০ ১০০) বিলিয়ন = ৫ বিলিয়ন
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
১০০
১০০০
২০০০
১০০০০
১ কোটি
১০ কোটি
১১ কোটি
১০০ কোটি
১ লক্ষ
৬ লক্ষ
৬৬ লক্ষ
৬০ লক্ষ
১০ বিলিয়ন
১০০ বিলিয়ন
১ বিলিয়ন
৫ বিলিয়ন
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii