নিজের ভাষায় বিবরণ লিখি

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - বাংলা - Bangla - বিবরণ লিখি বিশ্লেষণ করি | | NCTB BOOK

নিচের বিষয়গুলো থেকে যে কোনো একটি বেছে নাও। বিষয়টির উপর ২০০-৩০০ শব্দের মধ্যে একটি বিবরণমূলক রচনা প্রস্তুত করো। লেখাটির একটি শিরোনাম দেবে। কাজ শেষে একে অন্যের লেখা পড়ে দেখো এবং বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে অন্যের লেখার উপর মতামত দাও।

বিষয় ১: ব্যক্তিগত বা সামাজিক ঘটনা; যেমন-কোথাও ঘুরতে যাওয়া, কোনো অনুষ্ঠান বা উৎসবে অংশগ্রহণ করা, বিশেষ কিছু রান্না করা ইত্যাদি।

বিষয় ২: বিদ্যালয়ের কোনো ঘটনা; যেমন বিদ্যালয়ের প্রথম দিন, বিদ্যালয়ের কোনো বিশেষ ঘটনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

বিষয় ৩: বিশেষ কোনো স্থান বা স্থাপনা; যেমন- শহিদ মিনার বা স্মৃতিসৌধ, পুরাকীর্তি বা পুরাতন স্থাপনা, নদীর তীর বা সমুদ্রসৈকত ইত্যাদি।

Content added || updated By
Promotion