নিরাপত্তার গুরুত্ব ( Importance of Safety)

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
1

ফার্ম শপ ও মেশিনারিতে কাজের সময় প্রায়ই নানা রকম দুর্ঘটনা ঘটে থাকে। এসব দূর্ঘটনায় কর্মরত শিক্ষার্থী ও কর্মীসহ মেশিন বা যন্ত্রপাতির অনেক ক্ষতি সাধিত হয়। এতে মেশিন বা যন্ত্রপাতি বিকল হওয়া, কর্মীর অঙ্গহানি হওয়া, পঙ্গুত্ব এবং অনেক সময় জীবননাশের ঘটনা পর্যন্ত ঘটে থাকে। পরিসংখ্যানে দেখা গেছে যে, ওয়ার্কশপ বা কারখানায় যেসব দুর্ঘটনা ঘটে, তার প্রায় শতকরা ৭০ থেকে ৮০ ভাগ ঘটে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মীর ভুলের কারণে, আর অবশিষ্ট দুর্ঘটনা ঘটে থাকে যন্ত্রপাতি বা মেশিনের ত্রুটির কারণে। তাই কর্মীর অসাবধানতাই এসব দুর্ঘটনার মূল কারণ । দুর্ঘটনাজনিত বিপদ থেকে রক্ষা পাবার জন্য ওয়ার্কশপে কাজের সময় শিক্ষার্থী বা কর্মীর নিরাপত্তামূলক সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন।

ফার্ম মেশিনারি শপে কাজ করার সময় সম্ভাব্য দুর্ঘটনা ও বিপদ এড়িয়ে চলতে হলে সব সময় নিরাপত্তা নিয়ম-কানুন মেনে চলতে হবে । সব সময় মনে রাখতে হবে সঠিক নিয়মে সাবধানতা অবলম্বন না করলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া আমরা জানি, দুর্ঘটনা কখনো আগাম নোটিশ দিয়ে আসে না। তাই এ থেকে দূরে থাকতে হলে অবশ্যই নিরাপত্তার অভ্যাস গড়ে তুলতে হবে। নিরাপত্তা পালনের নিয়মগুলো একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে তা পালন করতে কোনো অসুবিধা হয় না। অনেক সময় সাধারণ কোনো নিয়মকে হয়তো তেমন গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। কিন্তু তাই বলে কোনো নিয়মকেই অবহেলা করা উচিত নয়। ফার্মাপ ও মেশিনারিতে প্রতিটি শিক্ষার্থীকে এসব নিয়মের প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

Content added By
Promotion