প্রশ্নমালা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ

১. স্থাপত্যিক ড্রয়িং কত প্রকার ও কী কী? 

২. ওয়ার্কিং ড্রয়িং কোন স্কেলে করা হয়? 

৩. প্লাম্বিং ড্রয়িং সেটে কী কী ড্রয়িং থাকে লেখ।

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১. প্রেজেন্টেশন ও প্রিলিমিনারি বা প্রাথমিক ড্রয়িং -এর পার্থক্য লেখ। 

২. ইলেকট্রিক্যাল ড্রয়িং বলতে কী বোঝায়? 

৩. ফ্যাকচারাল ড্রয়িং সেটে কী কী ড্রয়িং থাকে লেখ। 

৪. প্রেজেন্টেশন ড্রয়িং সেটে কী কী ড্রয়িং থাকে লেখ ।

রচনামূলক প্রশ্নঃ

১. বিভিন্ন প্রকার আর্কিটেকচারাল ড্রয়িং-এর চিত্রসহ বর্ণনা দাও। 

২. ওয়ার্কিং ড্রয়িং বলতে কি বোঝায়, চিত্রসহ বর্ণনা দাও। 

৩. প্ল্যান এলিভেশন ও সেকশনের চিত্রসহ বর্ণনা দাও ।

Content added By
Promotion