অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১) ড্রিলিং বলতে কী বোঝায় ?
২) ড্রিলিং স্পিড কী?
৩) ড্রিলিং ফিড কাকে বলে ?
৪) শক্ত ধাতুর ক্ষেত্রে কীরূপ ফিড দিতে হয়?
সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১) কাটিং স্পিড নির্ণয়ের সমীকরণটি লেখ।
২) ড্রিল-এর প্রয়োগ ক্ষেত্র উল্লেখ কর।
৩) ড্রিল মেশিনের শ্রেণিবিন্যাস কর।
৪) রেডিয়াল ড্রিল মেশিনের সুবিধা লেখ।
৫) ড্রিল মেশিনে কাজ করতে হলে কী কী বিষয় জানা প্রয়োজন?
রচনামূলক প্রশ্নাবলি
১) মাল্টি স্পিন্ডল ও রেডিয়াল ড্রিল মেশিনের ব্যবহারের বর্ণনা কর।
২) ইলেকট্রিক হ্যান্ড ড্রিল-এর ব্যবহার বিবৃত কর।
৩) ড্রিলিং-এর সতর্কতা বর্ণনা কর ।
৪) একটা ড্রিল মেশিন অঙ্কন করে প্রধান অংশগুলো চিহ্নিত কর।
৫) গ্রে কাস্ট আয়রন-এর তৈরি জবের উপর ২৫ মিলিমিটার ব্যাসের ছিদ্র করতে হবে, যদি কাটিং স্পিড ২০ মিটার/মিনিট হয়, তবে ড্রিলের প্রতি মিনিটের ঘূর্ণায়ন (RPM) কত হবে?
Read more