বেবি ফ্রকের ড্রাফটিং

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক ২০২৫) - গার্হস্থ্য বিজ্ঞান - ড্রাফটিং | | NCTB BOOK
41
41

বেবি ফ্রক হচ্ছে শিশুর উপযোগী পোশাক। এই পোশাক বিভিন্ন ধরনের হতে পারে। যেমন- লাইন শেইপ ফ্রক, ইয়োক ফ্রক, টিউনিক ইত্যাদি। এখানে বছরের শিশুর উপযোগী লাইন শেইপ বেবি ফ্রকের ড্রাফটিং তৈরি করতে শরীরের যেসব অংশের মাপ নিতে হয়, সেসব অংশের মূল মাপ এবং ড্রাফটিংয়ের পদ্ধতি নিচে তুলে ধরা হলো

প্রয়োজনীয় মাপ

ঝুল- ৪৫.৭২ সেন্টিমিটার বুক৫৫.৮৮ সে.মি. এবং

পুট১১.৪৩ সেন্টিমিটার।

 

ড্রাফটিংয়ের জন্য বাদামি কাগজ, পেনসিল, স্কেল, শেইপকাট, রাবার, গজ, পিন ইত্যাদি সংগ্রহ করতে হবে। ধরনের বেবি ফ্রকের পেছন সামনের অংশের ড্রাফটিং একই সাথে করা হয়।

 

প্রথমে পুটের মাপের সাথে .২৭ সে.মি. যোগ করে রেখা টানতে হবে। অতঃপর বুকের / অংশের সাথে .৫৪ সে.মি. যোগ করে রেখা টানতে হবে। বিন্দু হতে বুকের / অংশের সাথে ঢিলা এর জন্য .৩৫ সে.মি. এবং সেলাইয়ের জন্য .২৭ সে.মি. যোগ করে ২১.৫৯ সে.মি. (১৩.৯৭ সে.মি. + .৩৫ সে.মি. + .২৭ সে.মি.) দূরে বিন্দু নির্ধারণ করতে হবে। এবার যোগ করে ঝরেখার উপর আয়তক্ষেত্র তৈরি করতে হবে। এরপর সম্পূর্ণ ঝুলের সাথে নিচে হেমের জন্য .২৭ সে.মি. এবং সেলাইয়ের জন্য .২৭ সে.মি. যোগ দিয়ে (৪৫.৭২+ .২৭+.২৭) রেখাকে বিন্দু হতে ৪৮.২৬ সে.মি. নিচ পর্যন্ত বাড়িয়ে রেখা আঁকতে হবে। এবার বেবি ফ্রকের ড্রাফটিং আয়তক্ষেত্র অংকন করতে হবে। ঘেরের জন্য বিন্দু থেকে প্রায় সে.মি. দূরে বিন্দু দিয়ে যোগ করে শেইপকাট দিয়ে সুন্দরভাবে চিত্রের ন্যায় থঠ রেখা বরাবর শেইপ করতে হবে। গলার চওড়া নির্ধারণের জন্য বিন্দু থেকে বুকের /১২ অংশ = . সে.মি. দূরে বিন্দু শনাক্ত করতে হবে। পেছনের গলার গভীরতার জন্য বিন্দু হতে .২৭ সে.মি. নিচে বিন্দু শনাক্ত করে গোল করে যোগ করতে হবে। এখন সামনের গলার শেইপ তৈরি করার জন্য বিন্দু হতে বুকের / অংশ নিচে বিন্দু শনাক্ত করে থেকে গোল করে যোগ করতে হবে। গলার শেইপ পছন্দমতো আরো গভীর করা যেতে পারে। এরপর বিন্দু থেকে .২৭ সে.মি. নিচে বিন্দু শনাক্ত করে যোগ করতে হবে। বগলের শেপের জন্য রেখার মধ্যবিন্দু শনাক্ত করে বিন্দু বাঁকা ভাবে যোগ করলে পেছনের বগলের শেইপ তৈরি হবে। সামনের বগল পেছনের বগল হতে .২৭ সে.মি. বেশি গভীর হবে।

কাজ - বছরের একটি শিশুর শরীরের মাপ নিয়ে একটি লাইন শেইপ বেবি ফ্রকের ড্রাফটিং তৈরি কর।

 

কাপড় ছাঁটা সেলাই- উপরোক্ত ড্রাফটিং অনুসারে বেবি ফ্রক ছাঁটার জন্য ৯১.৪৪ সে.মি. চওড়া ৫০. সে.মি. লম্বা কাপড়কে ভাঁজ করে তার উপর ড্রাফটিংয়ের কাগজ রেখে পিন দিয়ে আটকিয়ে নিতে হবে। এরপর নকশা অনুযায়ী কাপড় ছাঁটতে হবে। পাশের টুকরা কাপড় দিয়ে গলা বগলের পাইপিং এবং বোতাম পট্টি তৈরি করতে হবে। ধরনের বেবি ফ্রকের পিঠ সম্পূর্ণ খোলা বা অর্ধেক খোলা থাকতে পারে। সেলাইয়ের ক্ষেত্রে প্রথমে সামনের পেছনের অংশ একত্র করে দুই দিকের কাঁধের সেলাই করতে হবে। এরপর গলা বগলের পাইপিং লাগিয়ে বোতাম পট্টি সেলাই করতে হবে। অনেক সময় দুই কাঁধেও বোতামের ব্যবস্থা করা যেতে পারে। তারপর দুইপাশ সেলাই করে, ঝুল পরীক্ষা করে নিচের কাপড় ভাঁজ করে মুড়ে টাক সেলাই দিতে হবে। ফিটিং পরীক্ষা করে নিচে হেম সেলাই দিয়ে, প্রয়োজনীয় বোতাম লাগাতে হবে। সবশেষে অতিরিক্ত সুতা কেটে, ইস্ত্রি করে ফ্রকের সেলাই শেষ করতে হবে।

Content added By
Promotion