কাঠামোর সর্বনিম্ন অংশকে ভিত্তি বা বুনিয়াদ বলে। ভিত্তি কাঠামোর উপরের অংশের লোড বহন করে। অর্থাৎ যার মাধ্যমে কাঠামোর উপরহ আরোপিত ও নিজস্ব তার মাটির শক্ত স্তরে স্থানাস্তর করা হয় তাকে ভিত্তি বা ৰুনিয়াদ বলে। এটি ইট, পাথর বা কংক্রিটের তৈরি হতে পারে।
চিত্র ১১.২.১: ভিত্তি
ভিত্তি প্রধানত দুই প্রকার
১. অগভীর ভিত্তি
২. গভীর ভিত্তি
ভূ-নিম্নস্থ শক্ত মাটির উপরে বা পার্শ্ব ধর্ষণ বলের মাধ্যমে বা সম্মিলিত প্রক্রিয়ার ভিত্তিকে স্থাপন করা হয়। যখন ভূ-নিম্নস্থ শক্ত মাটির উপরে ভিত্তিকে স্থাপন করা হয় তখন মাটিকে অধিকতর শক্ত করা প্রয়োজন হয় । এই বিশেষ ভাবে নির্মিত ভিত্তির নিম্নস্থ শক্ত ভূমিতলকে ভিত্তিতল বা ফাউন্ডেশন বেড বলে।
চিত্র ১১.২ (খ): ভিত্তিতল বা ফাউন্ডেশন বেড
Read more