শব্দার্থ ও টীকা

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - চারুপাঠ - গদ্য | NCTB BOOK
227
Summary

মানবদরদি: মানুষের প্রতি দরদ বা সমবেদনা থাকা।

সন্ন্যাসব্রত: সংসার ত্যাগ করে তপস্যা ও সংযমের সাধনা।

মিশনারি: ধর্মপ্রচারক।

নান: গির্জা বাসিনী, সন্ন্যাসিনী।

অনাথ: মা-বাবা ও অভিভাবকহীন শিশু।

প্রশিক্ষণ: হাতে-কলমে বিশেষ শিক্ষা।

রপ্ত: অভ্যাসের মাধ্যমে আয়ত্ত করা।

গাউন: মহিলাদের বিশেষ পোশাক।

মিশনারিজ অব চ্যারিটি: মানবসেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান।

সেবাব্রতী: মানুষের সেবা করাই যার ব্রত।

অবাসন: বসবাসের ব্যবস্থা।

পাকিস্তানিদের দোসর: ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী।

সম্মাননা: সম্মান দেখানো বা সম্মানের স্বীকৃতি প্রদান।

মানবদরদি - মানুষের জন্য যার দরদ বা সমবেদনা আছে।
সন্ন্যাসব্রত - সংসারজীবন ত্যাগ করে তপস্যা ও সংযমের সাধনা।
মিশনারি - ধর্মপ্রচারক।
নান - গির্জা বাসিনী। সন্ন্যাসিনী। Nun.
অনাথ - মা-বাবা এবং অভিভাবক নেই যে-সব শিশুর। এতিম।
প্রশিক্ষণ - হাতে-কলমে বিশেষ শিক্ষা।
রপ্ত - আয়ত্ত। অভ্যাসের সাহায্যে শিখে নেয়া।
গাউন - মহিলাদের বিশেষ ধরনের পোশাক।
মিশনারিজ অব চ্যারিটি - পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠান, মানবসেবা সংঘ।
সেবাব্রতী - মানুষের সেবা করাই যার ব্রত।
ব্রত - সৎকাজ করার জন্যে কঠিন সাধনা ও ত্যাগ।
আবাসন - বসবাসের ব্যবস্থা।
পাকিস্তানিদের দোসর - ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী; রাজাকার, আলবদর ইত্যাদি বাহিনীর সদস্যবৃন্দ।
সম্মাননা - সম্মান দেখানো। সম্মানের স্বীকৃতি প্রদান।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...