Summary
শব্দের সংজ্ঞা:
- কাতলা: মাছের নাম।
- খলসে: মাছের নাম।
- খেয়া: নদী পার হওয়ার নৌকা।
- খেয়া না: খেয়া নৌকা।
- খেয়ানায়ের মাঝি: খেয়া নৌকার মাঝি।
- চিঠি: পত্র; খবর বা কুশলাদি জানিয়ে কাউকে লেখা।
- চিঠি বিলি করা: চিঠি পৌঁছে দেওয়া।
- ঝলসানো: উজ্জ্বল আলোয় চোখ ধাঁধানো।
- টাপুস টুপুস: বৃষ্টি পড়ার শব্দ।
- দেয়া: মেঘ।
- বাদলা: একনাগাড়ে বৃষ্টি।
- ভরসা: নির্ভর করা, অবলম্বন।
- ভেটকি: মাছের নাম।
- সাঁঝের বেলা: সন্ধ্যার সময়।
- সাচ্চা: সত্য।
কাতলা - মাছের নাম।
খলসে - মাছের নাম।
খেয়া - নদী পার হওয়ার নৌকা।
খেয়া না - খেয়া নৌকা।
খেয়ানায়ের মাঝি - খেয়া নৌকার মাঝি।
চিঠি - পত্র; খবর বা কুশলাদি জানিয়ে কাউকে লেখা।
চিঠি বিলি করা - চিঠি পৌঁছে দেওয়া।
ঝলসানো - উজ্জ্বল আলোয় চোখ ধাঁধানো।
টাপুস টুপুস - বৃষ্টি পড়ার শব্দ।
দেয়া - মেঘ।
বাদলা - একনাগাড়ে বৃষ্টি।
ভরসা - নির্ভর করা, অবলম্বন।
ভেটকি - মাছের নাম।
সাঁঝের বেলা - সন্ধ্যার সময়।
সাচ্চা - সত্য ।
Content added By
Read more