SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Admission
জীববিজ্ঞান - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র - প্রাণীর আচরণের প্রকৃতি

আচরণের প্রকৃতি (The nature of behavior)

কোনো আচরণগত সাড়ার ব্যাপ্তি ও প্রকৃতির পরিবর্তন ঘটার পেছনে বিভিন্ন উদ্দীপনার সম্মিলন কাজ করে। বিভিন্ন উদ্দীপনার এ সম্মিলন মোটিভেশন (motivation) বা প্রেরণা নামে পরিচিত। অনেক প্রজাতির স্ত্রী সদস্য বছরের নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময়ে জননে অংশ নেয় না। এ সময়কালটি প্রাণিদেহে রজঃচত্রের (এস্ট্রাস চক্র) সঙ্গে জড়িত থাকে। তখন নিষেক, গর্ভধারণ ও সন্তান জন্মদান ঐ প্রাণীর জন্য নিরাপদ ও অনুকূল। এ আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে জৈবনিক ছন্দ (biological rhythms)। আচরণগত পরিবর্তনে সহায়ক এ ধরনের সংকেতকে সাংকেতিক উদ্দীপনা (sign stimuli) নামে অভিহিত করা হয়। উৎপত্তি বা কাজের ভিত্তিতে সাংকেতিক উদ্দীপনা তিন রকমঃ মোটিভেশনাল, রিলিজিং এবং টার্মিনেটিং উদ্দীপনা।

Content added By
এটি একটি ধীর প্রক্রিয়া
এই প্রক্রিয়া চলাকালীন সময় অপচয় শক্তির সৃষ্টি হয় না
কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে
এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া