or
Don't have an account? Register
জনাব আসিফ ১লা জানুয়ারী ২০২৫ নগদ ৭৫,০০০ টাকা এবং ৬০,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন। পরবর্তীতে নগদে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা, বেতন প্রদান ১০,০০০ টাকা এবং নগদে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা। জনাব আসিফের নগদান হিসাবের জের বের কর।
মি. জিবন তার প্রতিষ্ঠানে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। নির্ধারিত অগ্রদত্ত টাকার পরিমাণ ৮.৫০০ টাকা। ২০২৪ সালের জুন মাসে খুচরা খরচের পরিমাণ ৬,৮০০ টাকা। জুলাই ২০২৪ মাসের শুরুতে পেটি ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে খুচরা খরচের জন্য কত টাকার চেক পাবে?
একটি কোম্পানির ব্যাংক জমা ১৯৫১.২০ টাকা, নগদান বহির জের ১৮৬৯.৬০ টাকা, পরিবহনাধীন জমা ২৭১.২০ টাকা, বকেয়া চেক ৪২৭.৮০, NSF চেক ৬১.২০ টাকা, এবং সার্ভিস চার্জ ১৩.৮০ টাকা। সঠিক নগদান জের কত?
'কে' কোম্পানী কর্তৃক এর পাওনাদার রবিনকে একটি ৭৮৫ টাকার চেক প্রদান করা হলো। কিন্তু নগদান বহিতে লিপিবদ্ধ করার সময় ভুলবশত ৬৫৮ টাকা লিখা হলো। ব্যাংক চেকটি সঠিকভাবে লিপিবদ্ধ করেছে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে উক্ত ভুলের জন্য কি করতে হবে?
ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতির পূর্বে ক্যাশিয়ারের নগদান স্থিতি ছিল ৪,৮০০ টাকা। একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক সরাসরি জমা দিয়েছে ১,৪৮০ টাকা। ব্যবসা প্রতিষ্ঠান একটি ৬০০ টাকার চেক একজনকে দিয়েছে যা এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ব্যাংক তার সেবা প্রদান বাবত ৩০০ টাকা দেখিয়েছে। ব্যাংক পাশ বইতে কত টাকা স্থিতি দেখানো হয়েছিল?
১০,০০০ টাকার পণ্য বিক্রয়ের উপর ১৫% হারে ভ্যাট আদায় করা হয়েছে। নগদান বহিতে কত টাকা লিপিবদ্ধ হবে?
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?