SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

শুষ্ক ইথারের দ্রবনে অ্যাল্কাইল আয়োডাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়ার ফলে অ্যালকেন প্রস্তুত প্রনালীকে কার বিক্রিয়া বলা হয়?

Created: 2 years ago | Updated: 2 months ago

ইথার কি? (What is Ether in Bengali/Bangla?)
দুটি অ্যালকাইল বা দুটি অ্যারাইল গ্রুপ বা একটি অ্যালকাইল ও একটি অ্যারাইল গ্রুপ একটি অক্সিজেন পরমাণুর মাধ্যমে পরস্পর যুক্ত থাকলে যে শ্রেণির যৌগ গঠিত হয়, তাদের ইথার বলে। ইথারের সাধারণ সংকেত R-O-R´ যেখানে R ও R´ হল অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ। R ও R´ উভয়ই অ্যালকাইল গ্রুপ হলে, সেই ইথারকে অ্যালিফেটিক ইথার এবং কোনো একটি বা উভয়েই অ্যারাইল গ্রুপ হলে, সেই ইথারকে অ্যারোমেটিক ইথার বলে। ইথার ও মনোহাইড্রিক অ্যালকোহল উভয়েরই সাধারণ সংকেত CnH2n+2O। সুতরাং একই সংকেত বিশিষ্ট ইথার ও মনোহাইড্রিক অ্যালকোহল পরস্পরের সমাণু। কম আণবিক ভর বিশিষ্ট ইথারসমূহ সাধারণ উষ্ণতায় গ্যাসীয় বা উদ্বায়ী তরল পদার্থ এবং দাহ্য।

 

ইথারের অণুতে H-বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় আম্লিক প্রোটন নেই। তাই ইথারকে প্রোটন বিহীন দ্রাবক বলা হয়।

ইথার ও অ্যালকোহলের মধ্যে পার্থক্য কি?

 

ইথার কি? ইথার ও অ্যালকোহলের মধ্যে পার্থক্য কি? What is Ether?

ইথারের সাধারণ সংকেত হল R–O–R এবং অ্যালকোহলের সাধারণ সংকেত হল R–O–H। ইথারের কার্যকরী মূলক হচ্ছে ≡C–O–
C≡ এবং অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে ≡C–O–H। ফলে অ্যালকোহল অপেক্ষা ইথার রাসায়নিকভাবে কম সক্রিয় হয়। নিচে ইথার ও অ্যালকোহলের পার্থক্য তুলে ধরা হলো–
ইথার

 

  • ইথার পানিতে অদ্রবণীয়।
  • ইথারের স্ফুটনাঙ্ক ৩৫°C।
  • সামান্য ঝাঁঝালো গন্ধযুক্ত।
  • ইথার জারক পদার্থ দ্বারা সহজে জারিত হয় না।
  • ইথার সোডিয়াম ধাতু ও অ্যাসিটাইল ক্লোরাইডসহ কোন বিক্রিয়া দেয় না।

অ্যালকোহল

  • অ্যালকোহল পানিতে দ্রবণীয়।
  • অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ৭৮.৩°C।
  • সুমিষ্ট অ্যালকোহলীয় গন্ধ।
  • অ্যালকোহল জারক পদার্থ দ্বারা জারিত হয়ে প্রথমে অ্যালডিহাইড ও পরে কার্বক্সিলিক এসিড উৎপন্ন করে।
  • অ্যালকোহল সোডিয়াম ধাতু ও অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে।

Related Question

View More