SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Social Account

জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা নির্ধারক লাইন-

Created: 2 years ago | Updated: 2 months ago
  • রাষ্ট্রীয় নামঃ The Federal Republic of Germany
  • রাজধানীঃ বার্লিন
  • ভাষাঃ জার্মান
  • মুদ্রাঃ ইউরো

তথ্য

জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত ও অর্থনীতির দেশ। এটি ১৬টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। এটির উত্তর সীমান্তে উত্তর সাগর, ডেনমার্ক ও বাল্টিক সাগর, পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড এবং পশ্চিম সীমান্তে ফ্রান্স, লুক্সেমবুর্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ড্স অবস্থিত। জার্মানির ইতিহাস জটিল এবং এর সংস্কৃতি সমৃদ্ধ, তবে ১৮৭১ সালের আগে এটি কোন একক রাষ্ট্র ছিল না। ১৮১৫ থেকে ১৮৬৭ পর্যন্ত জার্মানি একটি কনফেডারেসি এবং ১৮০৬ সালের আগে এটি অনেকগুলি স্বতন্ত্র ও আলাদা রাজ্যের সমষ্টি ছিল।

জেনে নিই

  • আধুনিক জার্মানির প্রথম চ্যান্সেলর অটোভন বিসমার্ক (১৮৭১-৯০) ।
  • নাৎসি আন্দোলন প্রথম শুরু হয় মিউনিখ শহর থেকে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স আত্মসমর্পন করে জার্মানির কাছে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পন করে- ৭ মে ১৯৪৫ সালে।
  • জার্মানির প্রাচীন রাজাদের উপাধি- কাইজার।
  • কার্ল মার্কস জন্মগ্রহণ করে জার্মানিতে, তিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা ।
  • কার্ল মার্কসের বিখ্যাত গ্রন্থের নাম- Das Capital
  • ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে থাকা পূর্ব জার্মানিতে প্রতিষ্ঠিত হয়- সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা।
Content added By

Related Question

View More