সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - লর্ড রিপন (১৮৮০-১৮৮৪)
  • লর্ড রিপন ১৮৮১ সালে শ্রমিক কল্যাণের জন্য ফ্যাক্টরি আইন চালু করে।
  • ১৮৮২ সালে উইলিয়াম হান্টারকে চেয়ারম্যান করে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠন করেন লর্ড রিপন।
  • সংবাদপত্র আইন রহিত করে সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন।
  • ভারতে স্থানীয় সরকার ব্যবস্থার প্রবর্তক লর্ড রিপন।
  • তিনি ইলবার্ট বিল পাস করেন।
  • Judge me by my acts and not by my words -লর্ড রিপন
Content added By